শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৩ জুন, ২০১৮, ০২:১৪ রাত
আপডেট : ১৩ জুন, ২০১৮, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুটেরাদের স্বার্থে গণবিরোধী বাজেট প্রত্যাখ্যান করুন : বাম মোর্চা

রফিক আহমেদ : বাম মোর্চার সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী রিখিত বক্তব্যে বলেছেন, কালো টাকা, ঋণখেলাপী ও লুটেরাদের স্বার্থে গণবিরোধী বাজেট প্রত্যাখ্যান করুন। বুধবার সকাল সাড়ে ১১টায় নির্মল সেন মিলনায়তনে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম মোর্চার সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকম-লীর সদস্য আজিজুর রহমান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।

বাম মোর্চার নেতৃবৃন্দ বলেন- দেশের পুঁজিপতিদের কাছ থেকে অবৈধ, অনুপার্জিত ও অপ্রদর্শিত অর্থ উদ্ধারের পরিবর্তে বাজেট প্রস্তাবনায় তাদেরকে বাড়তি সুবিধা দেয়া হয়েছে। এসব প্রস্তাবনার মধ্য দিয়ে অর্থ ও সম্পদের আরো পুঞ্জিভবন ঘটবে; জবাবদিহিতাহীন লুটেরা ও বিত্তবানদের হাতে আরও বেশি করে অর্থ ও সম্পদ কেন্দ্রীভূত হবে, ধনী-গরীবের বৈষম্য বাড়বে; শ্রমিক-কৃষকসহ স্বল্প আয়ের মানুষের জীবনে দূর্ভোগ-দুর্দশা বাড়বে।’

নেতৃবৃন্দ আরও বলেন, প্রতিরক্ষাসহ অনুৎপাদনশীল খাতে বরাদ্দ বৃদ্ধিও শিল্প-কৃষি-স্বাস্থ্য-শিক্ষাসহ জনকল্যাণমূলক খাতে অপ্রতুল বরাদ্দ করা হয়েছে। সামরিক-বেসামরিক-আমলাতন্ত্র শক্তিশালী করার ক্রমবর্ধমান প্রচেষ্টা জনবিচ্ছিন্ন রাষ্ট্রযন্ত্রের স্বৈরাচারী চেহারা তুলে ধরেছে। নেতৃবৃন্দ আমলাতন্ত্র ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রণীত এ বাজেট সংশোধন করে বাজেট প্রণয়নের দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়