শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ জুন, ২০১৮, ০১:৩৬ রাত
আপডেট : ১৩ জুন, ২০১৮, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের পরে তিন সিটি নির্বাচনে এমপিদের প্রচারণার সিদ্ধান্ত হবে: ইসি সচিব

সাইদ রিপন: রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিকরপোরেশন নির্বাচনে  ভোট ৩০ জুলাই। এ নির্বাচন সংসদ সদস্যরা প্রচারণা চালাতে পারবে কিনা এ ব্যাপারে কমিশন সভায় ঈদের পরে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার কমিশন সভা শেষে সাংবাদকিদের প্রশ্নের জবাবে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন।

সিটি নির্বাচনের প্রচারে স্থানীয় সাংসদদের ওপর নিষেধাজ্ঞা রেখে প্রস্তাবিত আচরণ বিধিমালার বিষয়ে আইনমন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এ মতামত গতকাল পেয়েছেন বলে জানা ইসি সচিব।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন,এপপিদের সিটি নির্বাচনের প্রচারে ইসি থেকে আচরণবিধি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। ভেটিংসহকারে এটি আমরা গতকাল পেয়েছি। আজকের কমিশন সভায় এ নিয়ে কোনো আলোচনা হয় নি।

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিকরপোরেশন নির্বাচনের তফসিল যদি আগামীকাল হয় তাহলে এ তিন সিটি নির্বাচনে এমপিরা প্রচারণা চালাতে পারবেনা এটা কি আমরা ধরে নিতে পারি?সাংবাদিকদের এমন প্রশ্নর জবাবে ইসি সচিব বলেন, এটা আইগত বিষয় । এটা কমিশন সভায় ঈদের পর দিদ্ধান্ত হবে। আজ আচরণবিধি নিয়ে আলোচনা এজেন্ডাভুক্ত ছিল না।

রাজশাহী,বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের ভোট ৩০ জুলাই হবে এটা আগেই ইসি জানিয়েছিল। আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এ তিন সিটির তফসিল দেওয়া হবে বলে জানা ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন,আচরণ বিধিমালার প্রজ্ঞাপন ইদের আগে হওয়ার সুয়োগ নেই। প্রজ্ঞাপনে এপিদের প্রচারণা সুযোগ দেয়া হলে তারা প্রচারণা চালাতে পারবে, এর আগে সিটি নির্বাচনের প্রচারণায় যেতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়