Skip to main content

আপাতত বিশ্রামেই মজেছেন জিদান

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়েছেন বলতে গেলে একদম হুট করে। জিনেদিন জিদানের এখন অখ- অবসর। কি করবেন এখন তিনি? টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতে তার রিয়াল মাদ্রিদের হাল ছাড়ার ঘোষণাটা ফুটবলবিশ্বের কাছে বেশ বড় চমক হয়েই এসেছে। রিয়ালের দায়িত্ব ছেড়ে অন্য কোনো দলের কোচ যে হয়েছেন, তাও কিন্তু না। জিদান এখন এতটাই নির্ভার যে কোথায় যোগ দেবেন, সে সম্পর্কে তাঁর নিজেরই কোনো ধারণা নেই! ‘সত্যি বলতে কি আমি এখন বিশ্রাম নিচ্ছি, আর সামনে কি করব না করব, সে ব্যাপারে এখনো কিছু ভেবে দেখিনি’Ñফ্রেঞ্চ ওপেনের ফাইনাল দেখতে এসে বলেন জিদান। তাঁর ভাষ্য, ‘আমার কোচিং না করানোর সিদ্ধান্তটাই এখন মুখ্য, ভবিষ্যতে কি হয় সেটা দেখা যাবে।’ ফ্রান্সে অ্যাডিডাসের অর্থায়নে গড়া একটি ফুটবল মাঠের উদ্বোধন করতে গিয়ে দেশের জাতীয় দল সম্পর্কে কিছু কথাও বলেছেন জিদান, ‘ফ্রান্স দলটায় প্রতিভা আছে। এই বিশ্বকাপে তাদের পক্ষে যত দূর যাওয়া সম্ভব তত দূর যেন তারা যেতে পারে এই প্রত্যাশাই করি, চাইব তারা যেন বিশ্বকাপটা জিতে আনে।’ অনেকের মতে, শিগগিরই ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেবেন জিদান। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি তিনি! প্রথমআলো