Skip to main content

‘অপ্রীতিকর ঘটনার জন্য শিক্ষামন্ত্রীকে দায়ী থাকতে হবে’

দেবব্রত দত্ত : মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক গত ৫ জানুয়ারি সকল স্বীকৃতি প্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকরা। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষকদের। এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান কর্মসূচি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়। নেতৃবৃন্দরা বলেন, দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ বিভাগ, গোয়েন্দ বিভাগ, সংবাদ কর্মী ও বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জাতির কাছে একটি মাত্র প্রশ্নের উত্তর চাই তা হলো- প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতে এমপিওভুক্তির বাস্তাবায়ন না করার অপকৌশল ও দু:শ্বাসন শিক্ষামন্ত্রী কোথায় পেলেন। আন্দোলনে নেতৃবৃন্দরা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির সুনিদৃষ্ট বক্তব্য বা গেজেট প্রকাশেরও দাবি করেন। অন্যথায় যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য শিক্ষামন্ত্রীকে দায়ী থাকতে হবে। উল্লেখ্য, বিগত ৫ জানুয়ারি ২০১৮ শিক্ষকদের অনশন চলাকালীন সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একান্ত সচিব মো. সাজ্জাদুল হাসান শিক্ষা সচিব সোহরাব হোসেনকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। সে সময়ে আন্দোলনের মুখে শিক্ষকদের দাবি সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন।