শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১২ জুন, ২০১৮, ০৬:২৪ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৮, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচন নিয়ে ভারতের ‘দৃষ্টিভঙ্গির’ পরিবর্তন দেখেছে বিএনপি

সজিব খান: চলতি বছরের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে ভারত সফর করে আসা বিএনপির দুই নেতা দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা ভারতের ‘দৃষ্টিভঙ্গির’ পরিবর্তন দেখতে পেয়েছেন।

অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, রাজীব গান্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক, বাংলাদেশের বর্তমান রাজনীতি ও আগামী নির্বাচন’ শীর্ষক তিনটি সেমিনারে অংশ নেন বিএনপির এই দুই নেতা। এক সপ্তাহের সফর শেষে শুক্রবারই দেশে ফিরেছেন তাঁরা।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ভারতের বিভিন্ন থিংক ট্যাংক প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, সাংবাদিকদের সাথে আমাদের আলোচনা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের যে সঙ্কট, তা তারা অনুধাবন করছে এবং এটা থেকে বেরিয়ে আসার প্রয়োজন আজ তারা মনে করছে। এটা একটা ইতিবাচক পরিবর্তন। বাংলাদেশে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশীদারিত্বমূলক নির্বাচন দেখতে চাইছে ভারত।”

আবদুল আউয়াল মিন্টু বলেন, “তাদের সাথে আলোচনা করে আমাদের মনে হয়েছে যে, ভারতের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। উনারা চাচ্ছেন, এবারে বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু ও অংশীদারিত্বমূলক নির্বাচন হোক।”

“সেমিনারে আমাদের বক্তব্য তারা মনোযোগ দিয়ে শুনেছেন। আগে আমরা এতোটা মনোযোগ পাইনি। তাদের সঙ্গে কথা-বার্তার মধ্য দিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দেখতে পেয়েছি।”

এছাড়া সফরে ভারতে ক্ষমতাসীন বিজেপি, বিরোধী দল কংগ্রেস নেতাদের সঙ্গেও তারা কথাবার্তা বলেছেন।

এ বিষয়ে আমীর খসরু বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক স্পেস নাই, নির্বাচনের কোনো স্পেস নাই, লেভেল প্লেয়িং ফিল্ড তো দূরের কথা, এসব নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। ভারত বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ চায়, আইনের শাসন চায়, মানবাধিকার চায়, গণমাধ্যমের স্বাধীনতা চায়। এখানে আগামী নির্বাচনকে সামনে রেখে ভারতের সেই ভূমিকাটা অবতীর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি। তাহলে বাংলাদেশের জনগণের বিশ্বাসের ঘাটতি অনেকটা কেটে যাবে,” বলেন তিনি। সূত্র: বিডিনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়