শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১২ জুন, ২০১৮, ১১:৩১ দুপুর
আপডেট : ১২ জুন, ২০১৮, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়লেন এটিএম শামসুজ্জামান! (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : ফেসবুক লাইভে এসে নিজের বেঁচে থাকার সত্যতা প্রমাণ দিলেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান। সোমবার রাতে হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে যায়। একটি স্বনামধন্য টিভি চ্যানেলসহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তার মৃত্যুর খবর প্রচার করা হয়। নিজের কানে নিজের মৃত্যুর গুজব শুনে বেশ রাগান্বিত হন গুণী এই অভিনেতা।

শেষ পর্যন্ত সমস্ত কিছুকে গুজব প্রমাণ করে দিয়ে রাতে লাইভে আসেন, ৩৪ সেকেন্ডের লাইভ ভিডিওতে তিনি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেন। এসময় তিনি নিজের বাসার একটি টেলিফোন নাম্বার দিয়ে বলেন, টিভি চ্যানেলটি চাইলে এই নাম্বার ফোন করে অন্তত একটিবার সংবাদের সত্যতা যাচাই করতে পারতো। পরিবর্তন.কম

জনপ্রিয় এই অভিনেতার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ভালো আছেন। বাসাতেই আছেন। তার পরিবারের একজন সদস্য বলেন, ‌‌‘আমরা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর ছড়াই, তাদের সচেতন হওয়া জরুরি। এমন খবর ছড়ানো উচিৎ নয়। একজন মানুষের মৃত্যুর খবর কিভাবে মজার বিষয় হতে পারে?’ তা আমাদের বোধগম্য নয়।

এটিএম শামসুজ্জামান বাংলাদেশের বর্ষীয়ান কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করে লেখক হিসেবে সুনাম অর্জন শেষে অভিনয়ে স্থায়ী হন এ টি এম শামসুজ্জামান।

উল্লেখ্য, টিএম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর ভোলাকোট গ্রামে জন্মগ্রহণ করেন। অভিনয়ের জন্য তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক অর্জন করেছেন।

https://www.youtube.com/watch?time_continue=2&v=aK0Y0iMYL1E

  • সর্বশেষ
  • জনপ্রিয়