শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১২ জুন, ২০১৮, ১০:২২ দুপুর
আপডেট : ১২ জুন, ২০১৮, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোস্টারিকাকে উড়িয়ে দিল বেলজিয়াম

খেলা ডেস্ক: ঘরের মাঠে বিশ্বকাপ প্রস্তুতি পর্বের শেষ ম্যাচটি ৪-১ গোলে জিতেছে বেলজিয়াম।

বরাবরের মতোই সোমবার (১১ জুন) রাতেও ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে প্রচণ্ড চাপ সৃষ্টি করে বেলজিয়াম। তবে খেলার ধারার বিপরীতে ২৪তম মিনিটে গোল খেয়ে বসে তারা।

পিছিয়ে পড়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি স্বাগতিকরা। ৩১তম মিনিটে ডি-বক্সে ডান দিক থেকে এক জনকে কাটিয়ে দূরের পোস্টে বল বাড়ান এডেন হ্যাজার্ড। আর গোলমুখে ফাঁকায় বল পেয়ে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাসকে সহজেই পরাস্ত করেন নাপোলির ফরোয়ার্ড ড্রিস মের্টেন্স।

দলকে সমতায় ফেরানো মের্টেন্স ৪২তম মিনিটে এগিয়ে যাওয়া গোলে অবদান রাখেন। ডান দিক থেকে তার বাড়ানো ক্রস ছয় গজ বক্সের বাইরে ডান পায়ের ভলিতে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার লুকাকু।

দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধান বাড়ান ক্লাবের হয়ে ভালো একটি মৌসুম কাটিয়ে আসা লুকাকু। ডান দিকের বাইলাইন থেকে উইঙ্গার নাসের চাদলির কাটব্যাক ছয় গজ বক্সে পেয়ে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।

৬৪তম মিনিটে গোছানো এক আক্রমণে ব্যবধান আরও বাড়ান মিচি বাতসুয়াই। ডি-বক্সে হ্যাজার্ডের ছোট করে বাড়ানো বল ধরে ডান দিকে পাস দেন লুকাকু। আর ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে বল জালে ঠেলে দেন বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড বাতসুয়াই। সূত্র: বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়