শিরোনাম
◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১২ জুন, ২০১৮, ০৪:২৯ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৮, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির অভিষেক ও ইফতার অনুষ্ঠিত

এ জেড ভূঁইয়া আনাস : জমকালো অয়োজনে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজের শিক্ষক লাউঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংবাদিক সমিতির সভাপতি তবিবুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাসিব বিল্লাহ ও সহসভাপতি কেফায়েত শাকিলের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোয়াজ্জম হোসেন মোল্লাহ্।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শামিম আরা বেগম, চ্যানেল আই-এর বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা বরাবরই দেশের গুরুত্বপূর্ণ সময়ে অগ্রণী ভূমিকা রেখেছে। সাংবাদিক সমিতির সদস্যরা আগামী দিনে সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের সকল সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।

ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাংবাদিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী দিনে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে কাজ করবে। সাংবাদিক সমিতির সদস্যদের সকল কাজে সহযোগীতার আশ্বাস দেন সাংবাদিকদের এই অভিভাবক।

অভিষেক ও ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির দফতর সম্পাদক জিয়াদ চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল কাফি, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ, সাবেক সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান হোসাইন, সিনিয়র সহসভাপতি শাহ আলম ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়