শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ জুন, ২০১৮, ০৪:১৫ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৮, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশকে আইনের আওতায় আনা হয় না

অধ্যাপক ড. তাজুল ইসলাম : বর্তমান সরকার মাদক নির্মূল করার জন্য মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়ার পর থেকে মাদক কিছুটা হলেও কমেছে। এরপর মাদক নিরাময় করার জন্য মাদকব্যবসায়ীদের সাথে পুলিশ-র‌্যাবের বন্দুকযুদ্ধ হয়েছে এবং এ বন্দুকযুদ্ধে প্রায় ২০০ জন মারা গিয়েছে। যারা মাদকব্যবসার সাথে জড়িত, তারা সরকারের ছত্রছায়ায় মাদকব্যবসা করে যাচ্ছে। এ মাদক ব্যবসায়ীদের সাথে আমাদের দেশের কিছু পুলিশ কর্মকর্তা-কর্মচারি জড়িত। যে সব পুলিশেরা এসব মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

কিন্তু সেসব জড়িত পুলিশদের আইনের আওতায় আনা হয় না। সাধারণ মানুষদের মতো তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ, সাধারণ মানুষের জন্য যে আইন রয়েছে, তাদের জন্য সেই একই আইন রয়েছে। সাধারণ মানুষের আইন কার্যকর করা হয়, কিন্তু পুলিশের কর্মকর্তা এবং সরকারের ছত্রছায়ায় যারা মাদক ব্যবসা করে যাচ্ছেন তাদেরকে কেন আইনের আওতায় আনা হয় না। যারা পুলিশ তারাই যদি এ ধরণের মাদকের সাথে জড়িত হয়ে পড়ে, তাহলে যুব সমাজকে তারা কীভাবে এগিয়ে নিয়ে যাবে। এ জন্য যারাই এ মাদকের সাথে জড়িত থাকবে, তাদেরকেই আইনের আওতায় আনতে হবে।

পরিচিতি : মনোবিদ/ মতামত গ্রহণ : রাশিদুল ইসলাম মাহিন/ সম্পাদনা : জাফরুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়