শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১২ জুন, ২০১৮, ০৩:০৮ রাত
আপডেট : ১২ জুন, ২০১৮, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক থেকে ব্যাগভর্তি টাকা চুরি (ভিডিও)

অনলাইন ডেস্ক :রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ১ লাখ ৬১ হাজার টাকা নিয়ে চম্পট দিল তিন দুষ্কৃতী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর২৪পরগনার রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকার এলাহাবাদ ব্যাংকের শাখায়।

ব্যাংকের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে টাকার ব্যাগ হাতে দুষ্কৃতীদের চম্পট দেয়ার ছবি। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ব্যাংক সূত্র জানায়, ইটাহার থানার সুরুন গ্রামের আলি মামুদ রশিদ ও মিনাতুল হোসেন নামে দুই ব্যাংকমিত্র (মিনি ব্যাংকের কর্মী) গ্রামের ছোট ছোট গ্রাহকদের টাকা দেয়ার জন্য এদিন রায়গঞ্জ শহরের এলাহাবাদ ব্যাংকের মোহনবাটি শাখা থেকে ১ লাখ ৬১ হাজার টাকা তোলেন।

টাকাগুলো একটি ব্যাগে ভরে ব্যাংকের ভেতরে একটি টেবিলে রেখে প্রয়োজনীয় কাগজপত্রে লেখালেখি করছিলেন তারা।

তারা যখন কাজে ব্যস্ত সেই ফাঁকে তিন দুষ্কৃতী ব্যাংক থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। কিছুক্ষণ পর তারা দেখতে পান যে, টেবিলে রাখা ব্যাগটি নেই।

এ সময় দুজনে চিৎকার-চেঁচামেচি করলে ব্যাংকের অন্যান্য কর্মী এবং গ্রাহকরাও বিষয়টি সম্পর্কে অবহিত হন।

এরপরে খবর দেয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাসসহ বিশাল পুলিশ বাহিনী ব্যাঙ্কে আসে। খতিয়ে দেখা হয় ব্যাংকের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজেই দেখা যায়, তিন দুষ্কৃতী টাকার ব্যাগ হাতে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছে।

পুলিশ দুই ব্যাংকমিত্রকে জিজ্ঞাসাবাদ করে ও ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এবেলা

https://www.youtube.com/watch?time_continue=100&v=uGDou7UYGUA

  • সর্বশেষ
  • জনপ্রিয়