শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১২ জুন, ২০১৮, ০২:৪৭ রাত
আপডেট : ১২ জুন, ২০১৮, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিথ্যা ঘোষণায় আনা কোটি টাকার পণ্য জব্দ

সুজন কৈরী : মিথ্যা ঘোষণায় আনা প্রায় ১ কোটি ৬ লাখ টাকার পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার রাজধানীর কমলাপুরের আইসিডিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

সংস্থাটির মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বলেন, আমদানিকারক মান্নান ইলেকট্রনিক্স চীন থেকে আদার সেল্ফ অ্যাডহেসিভ প্লেটস, প্লেটস, টেপ, স্ট্রিপ, ফয়েল অব প্লাস্টিকস, নেস হট ফিক্স টেপ ঘোষণায় একটি পণ্যচালান আমদানি করেন। শুল্ক গোয়েন্দার কাছে গোপন সংবাদ থাকায় উক্ত পণ্যচালান এ দপ্তরের কর্মকর্তাগণের উপস্থিতিতে কায়িক পরীক্ষার পর ওজনে ৬৩.০৯ শতাংশ ও সংখ্যায় ২৪৬ শতাংশ ঘোষণাতিরিক্ত পণ্যসহ বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভুত পণ্য পাওয়া যায়। আমদানিকারকের ঘোষণা অনুযায়ী (প্রাথমিক বি/ই অনুযায়ী) আলোচ্য পণ্য চালানে শুল্ক করাদির পরিমাণ ছিল ৭ লাখ ৬১ হাজার ৮৮ টাকা। শুল্ক গোয়েন্দার কায়িক পরীক্ষা শেষে শুল্ক করাদির পরিমাণ দাঁড়ায় ৬৪ লাখ ১৫ হাজার ৫১০ টাকা। আমদানিকারক কর্তৃক সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফের সহযোগিতায় অসত্য ঘোষণা, ঘোষণাবহির্ভূত ও ঘোষণাতিরিক্ত পণ্যের মাধ্যমে ৫৬ লাখ ৫৪ হাজার ৪২১ টাকা শুল্ক করাদি ফাঁকির অপচেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, পণ্য চালানটির শুল্কায়নযোগ্য মূল্য ছিল ১ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৯৭ টাকা। শুল্ক গোয়েন্দার হস্তক্ষেপের ফলে সরকারের ৫৬ লাখ ৫৪ হাজার ৪২১ টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়