শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১২ জুন, ২০১৮, ০২:২৫ রাত
আপডেট : ১২ জুন, ২০১৮, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে নিপা ভাইরাসের প্রকোপ দেখা দিলেও বাংলাদেশে ছড়ানোর আশঙ্কা নেই

সাজিয়া আক্তার : বাংলাদেশে এই মুর্হূতে নিপা ভাইরাস ছড়ানোর কোনো ভয় নেই বলে মনে করছেন গবেষকরা। বর্তমানে ভারতের কেরালায় এ ভাইরাস ছড়িয়ে পরেছে ব্যাপকভাবে। ভারতীয় প্রশাসন বলছে ফল থেকে ছড়িয়ে পরার আতঙ্কে প্রায় বন্ধ রয়েছে স্থানীয় ফল বাজার।

বাংলাদেশের বাজারে অনেক ফল আসে ভারত থেকে। তাই আশঙ্কায় রয়েছে নিপা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ার। বাংলাদেশে প্রথম শুরু হয় নিপা ভাইরাস নিয়ে গবেষণা। সেই গবেষণায় নেতৃত্ব দিয়েছিলেন রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইস্টিটিউট সিআর’র সাবেক মহাপরিচালক। সেই গবেষণায় বলা হয় আক্রান্ত ব্যক্তির লালা থেকে সংক্রামন হয়।

বাংলাদেশের মধ্যে যে ভাইরাস পাই সেটা সাধারণত কাঁচা খেঁজুরের রস এবং তালের রসের মাধ্যমে। ভারত থেকে যেই ফলগুলো আসে সেই ফলগুলো দেশে আসতে অনেকটা সময় লাগে। এই ভাইরাসটা এতোদিন পর মানুষের শরীরে আক্রান্ত করবে বলে আমাদের গবেষণায় আসে না। আইসিডিডিআর’ বি এর সাবেক পরিচালক, এক তথ্যে বলেন নিপা ভাইরাস ছোঁয়াচে হলেও ভারত থেকে আমদানি করা ফল থেকে এই ভাইরাস ছড়াবে না।

বিশ্বস্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে নিপা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫২ জনের।

নিপা ভাইরাস বাদুর থেকে পশুপাখি বা মানুষের মধ্যে সংক্রামিত হতে পারে। বাংলাদেশে এই ভাইরাস প্রথম আসে ২০০৪ সালে। এতে মারা যায় ৩৩ জন। একই সময় ভারতের এই ভাইরাসের সংক্রামন দেখা দেয়।

সূত্র : একাত্তর টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়