শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১২ জুন, ২০১৮, ১২:৪৫ দুপুর
আপডেট : ১২ জুন, ২০১৮, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএমপির ১৮ বার শ্রেষ্ঠ ডিসি বিপ্লব

মাসুদ আলম : আইন-শৃংখলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। সোমবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের গত মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। মে মাসে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে তেজগাঁও বিভাগ।

শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডেমরা জোন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) কাজী মিজানুর রহমান গেন্ডারিয়া থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাজু মিঞা কদমতলী থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ শরিফুল ইসলাম মোহাম্মদপুর থানা, শ্রেষ্ঠ এসআই যৌথভাবে এসআই মোঃ অহিদুল ইসলাম মিরপুর মডেল থানা ও এসআই মো: আকতার হোসেন কদমতলী থানা। শ্রেষ্ঠে এএসআই যৌথভাবে এএসআই মাহবুবের রহমান ভাষানটেক থানা ও এএসআই মো: ফারুক হোসেন শ্যামপুর থানা।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব সরকার বলেন, আমি তেজগাঁও বিভাগে যোগদানের পর ভাল কাজের স্বীকৃতি হিসাবে ১৮ বার শ্রেষ্ঠ হয়েছি।

গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের শ্রেষ্ঠ বিভাগ হয়েছে ডিবি-পূর্ব বিভাগ। চোরাই গাড়ি উদ্ধারে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাহুল পাটওয়ারী গাড়ি চুরি প্রতিরোধ টিম ডিবি-পশ্চিম, মাদকদ্রব্য উদ্ধারে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী উত্তরা জোনাল টিম। অস্ত্র উদ্ধারে পুরস্কৃত হয়েছে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম অবৈধ মাদক উদ্ধার টিম, বিস্ফোরক দ্রব্য উদ্ধারে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন সেনসেশনাল মার্ডার টিম।

ট্রাফিকের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্রাফিক-পূর্ব বিভাগ। শ্রেষ্ঠ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোছাঃ লুবনা মোস্তফা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রামপুরা ট্রাফিক জোন, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর- বিপ্লব ভৌমিক, রামপুরা ট্রাফিক জোন, ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচীর জন্য পুরস্কৃত হয়েছে ট্রাফিক উত্তর বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার রহিমা আক্তার লাকি ও ট্রাফিক পূর্ব বিভাগের ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম বজলুর রশিদ।
বিট পুলিশিং কার্যক্রমে পুরস্কৃত হয়েছেন রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহহিল কাফী, ওয়ারী বিভাগের ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ সামসুজ্জামান, কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর।

মাদক ব্যবসায়ী গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে পুরস্কৃত হয়েছেন- মোঃ নুরুল আলম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণখান জোন উত্তরা বিভাগ, মোঃ শফিকুল ইসলাম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি-পশ্চিম ও খন্দকার রবিউল আরাফাত সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম ডিবি-দক্ষিণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়