শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ জুন, ২০১৮, ১২:০০ দুপুর
আপডেট : ১২ জুন, ২০১৮, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে যৌতুকের জন্য মধ্যযুগীয় নির্যাতন

মো. জয়নুল আবেদীন,আমতলী (বরগুনা): রযৌতুকের জন্য নাসরিন বেগম (৩০) নামের এক সন্তানের জননী গৃহবধুকে মধ্যযুগীয় নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত গৃহবধুকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছ। ঘটনা ঘটেছে রবিবার রাতে আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে।

পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার কুকুয়া গ্রামের আবদুল হক মিয়ার কন্যা নাসরিন বেগমকে ২০০৮ সালে পার্শ্ববর্তী হলদিয়া ইউনিয়নের তক্তবুনিয়া গ্রামের বজলু হাওলাদারের ছেলে সাহাব উদ্দিন স্বপনের সাথে বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে সাহাব উদ্দিনকে ৫ ভরি স্বর্নালংকারসহ সাংসারিক প্রয়োজনীয় আসবাবপত্রসহ নগদ ৫০ হাজার টাকা দেয়া হয়।

২০১০ সালে সাহাব উদ্দিন স্বপন বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর পদে চাকুরী হয়। চাকরী হওয়ার পর থেকে নেমে আসে নাসরিনের উপর অসহনীয় নির্যাতন। ২০১২ সালে আমতলীতে জমি কেনার জন্য শ্বশুর বাড়ী থেকে তিন লক্ষ টাকা এনে দিতে বলে নাসরিনকে। নাসরিন এতে রাজি হয়নি।

এরপরে নেমে আসে মধ্যযুগীয় কায়দার নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে মেয়ের সুখের জন্য শ্বশুর আবদুল হক জামাতাকে তিন লক্ষ টাকা যৌতুক দেয়। এ বছর ফেব্রুয়ারী মাসে আবারও ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করে। এ টাকা দিতে রাজি না হওয়ায় নির্যাতন চালায় নাসরিনের ওপর।

স্বামী সাহাব উদ্দিনের অমানষিক নির্যাতনে এ বছর ১০ ফেব্রুয়ারী নাসরিন মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে। পরে নাসরিনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল (পিজি) হাসপাতালের মানষিক বিভাগে প্রেরণ করে। ওই হাসাপাতালে গত তিন মাস চিকিৎসাধীন ছিল নাসরিন।

চিকিৎসা শেষে এ বছর মে মাসে নাসরিন স্বামীর বরিশালের বাসায় আসলে ক্ষিপ্ত হয় স্বামী সাহাব উদ্দিন। পরে নাসরিনকে বেধরক মারধর করে বাসা থেকে তাড়িয়ে দেয়। গত ১৫ দিন ধরে নাসরিন বাবার বাড়ীতে অবস্থান করে।

রবিবার সন্ধ্যায় শ্বাশুড়ী সাজেদা আক্তার সাজুর অনুরোধে নাসরিন স্বামী উত্তর তক্তাবুনিয়া গ্রামের বাড়ীতে যায়। বাড়ী পৌছা মাত্রই স্বামী সাহাব উদ্দিন ও শ্বশুর বজলু হাওলাদার নাসরিন বেগমকে লাঠি দিয়ে বেধরক পিটিয়ে আহত করে। নাসরিন প্রাণ রক্ষায় পার্শ্ববর্তী পাশা হাওলাদারের বাড়ীতে আশ্রয় নেয়। ওই বাসা থেকে স্বামী টেনে হেচড়ে নিয়ে এসে ঘরের মধ্যে তালা দিয়ে আটকে রাখে। খবর পেয়ে নাসরিনের মামা আবদুস ছালাম আকন পুলিশ নিয়ে রাত সাড়ে ১১ টায় নাসরিনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-কমিউনিটি মেডিকেল অফিসার মো. হারুন অর রশিদ বলেন, নাসরিনের বাহু, কোমড় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, নাসরিনের সারা শরীরে ফুলা জখমের চিহৃ রয়েছে।
আহত নাসরিন বলেন, বরিশাল সরকারী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর পদে চাকুরী হওয়ার পরে থেকে যৌতুকের দাবীতে আমাকে অমানষিক নির্যাতন করে আসছে। তার নির্যাতনে আমি মানষিক ভারসাম্য হারিয়ে ফেলি।

আমাকে চিকিৎসা না করিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। সে আরও বলেন, এ পর্যন্ত তাকে আমার বাবার বাড়ী থেকে ৫ লক্ষ টাকা যৌতুক এনে দিয়েছি। গত ফেব্রুয়ারী মাসে আমার বাবার বাড়ী থেকে ৫ লক্ষ টাকা যৌতুক এনে দিতে বলে। আমি এতে রাজি না হওয়ায় আমাকে মারধর করেছে। সে আরও জানান, বিয়ের ১০ বছরে একাধিকবার মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আহত নাসরিনের মেয়ে সাওদা মনি জানান, আব্বু আম্মুকে মারধর করে।

নাসরিনের স্বামী বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর সাহাব উদ্দিনের মুঠোফোনে (০১৭১৯৯৩৮৪৪৬) ফোন দিলে সে ফোন ধরে ব্যস্ত আছি বলে কেটে দেয়।

আমতলী থানার এসআই ইমন বলেন, খবর পেয়ে আহত নাসরিনকে শ্বশুর বাড়ী থেকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি।
আমতলী থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, স্বজনদের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঠিয়ে নাসরিনকে উদ্ধার করেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়