শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ১১ জুন, ২০১৮, ০৯:১৮ সকাল
আপডেট : ১১ জুন, ২০১৮, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেশক’টি সেতুর কাজ অসম্পন্ন রেখেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৪ লেন উন্মুক্ত

সাজিয়া আক্তার : বেশ কয়েকটি সেতুর নির্মাণ কাজ অসম্পন্ন রেখেই খুলে দেওয়া হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন। কিন্তু তা কতটা সুফল বয়ে আনবে বলা যাচ্ছে না।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, এই মহাসড়কের অন্তত ১০টি জায়গায় গাড়ির গতি কমে গেছে। যার ফলে এই ঈদেই চার লেনের সুফল ব্যাহত।

নির্মাণ কাজ এখনো শেষ হয়নি বটে কিন্তু যাত্রীদের সুবিধার্থে ১২ জুন খুলে দেওয়া হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন। চন্দ্রা মোড় থেকে এলেঙ্গা পর্যন্ত এই চার লেন দীর্ঘ আকাক্সিক্ষত। কিন্তু ঈদ মৌসুমে যখন গাড়ির চাপ তখন এই নির্মাণ কাজেই হয়ে উঠে দুঃশ্চিন্তার কারণ।

যাত্রীরা বলেন, বৃষ্টি হওয়ার কারণে এবং রাস্তার খানাখন্দের কারণে রাস্তায় জ্যামটা একটু বেশি হয়। চার লেনের কাজটা যত দ্রুত শেষ হওয়ার কথা ছিল আমরা তার আশা অনুরূপ ফল পাচ্ছি না।

নির্মাণ কাজ কতটা প্রভাব রাখছে তা দেখতেই এলেঙ্গার দিকে যাত্রা। অর্ধেকের এই বেশি জায়গা এরই মধ্যে ব্যাহার উপযুগি করা হয়েছে, চলছে গাড়িও। কিছু জায়গা খুলে দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। কিন্তু বেশ কিছু সেতু ও ফ্লাইওভারের কাজ শেষ না হওয়ায় সেখানেই হচ্ছে সমস্যা। ব্রিজের মুখে এসেই চার লেন হয়ে যাচ্ছে দুই লেন। কমে যাচ্ছে গাড়ির গতি, চলে অভারটেকের প্রতিযোগিতাও।

সরেজমিনে দেখা গেছে, চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত অন্তত ১০টি জায়গায় কমে যাচ্ছে গাড়ির গতি। গোয়াল বাজার ব্রিজ,কানসূত্রাপুর, কালিয়াকর বাইপাস, গোরাই বাসস্টেন্ড, সোহাগ পাড়া, মির্জাপুর রেলগেইট, বাইপাস ফ্লাইঅভার, সুবল্লা ব্রিজ,জামর্কি ব্রিজ ও আমলা পাড়া।

তবে এসব থাকার পরও ঈদ যাত্রা নির্বিঘœ করতে পরিকল্পনা আছে হাইওয়ে পুলিশের।

হাইওয়ে পুলিশ ডিআইজি মো. আতিকুল ইসলাম বলেন, লম্বা যেই রাস্তাগুলা এটা সর্বদাই একটা টানের আকৃতির রাস্তাগুলা। কেননা খুব ঘন ঘন বাইপাস নাই। যার জন্য আমরা খেয়াল করি কোনো গাড়ি যেনো নষ্ট না হয়, যেনো কোনো দুর্ঘটানা না হয়। ব্রিজ এবং রাস্তার মাঝে যে জংশনগুলো সেগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। জংশনগুলো ঠিক করে দিলে গাড়িগুলো দ্রুত যেতে পারবে।

মহাসড়কের বিভিন্ন জায়গায় গর্ত খানাখন্দ অস্থায়ী ভাবে মেরামতের কাজ সড়ক বিভাগ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যারা নিয়োমিত যাতায়াত করেণ এই চার লেন প্রকল্প স্বপ্নের নাম বই কী, কিন্তু এর নির্মাণ কাজ দীর্ঘায়িত হওয়ায় ঈদ মৌসুমে যারা ঘর মুখ হবেন তাদের কাছে এই স্বপ্ন হয়ে উঠে দুঃস্বপ্ন। ফলে আসছে ঈদেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুর্ভোগের সম্ভাবনা রয়েই যাচ্ছে।

সূত্র : চ্যানেল ২৪ টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়