শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১১ জুন, ২০১৮, ০৯:১৬ সকাল
আপডেট : ১১ জুন, ২০১৮, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন রোনালদো-উইলিয়ামসরা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরু হতে আর আধা সপ্তাহও বাকি নেই। বছর, মাস, সপ্তাহ পেরিয়ে অপেক্ষাটা এখন দিনের কাটায়। ফুটবলপ্রেমীরা ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ কে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছে। ঠিক একইভাবে মুখিয়ে রয়েছে স্বাগতিক রাশিয়াও। তাই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে লুঝনিকি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে এক জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানের।

সেই জাঁকজমক অনুষ্ঠানকে আরো বর্ণিল করে দিতে সেখানে উপস্থিত থাকবেন ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো, পপশিল্পী রবি উইলিয়ামস এবং রাশিয়ান গায়িকা আইদা গারিফুলিনা।

এমন এক অনুষ্ঠানে কাজ করতে পেরে উচ্ছ্বসিত রবি উইলিয়ামস। তিনি বলেন, ‘আমি খুবই খুশি এবং রোমাঞ্চিত রাশিয়ায় এমন অনন্য পারফরম্যান্স করার সুযোগ পেয়ে। আমি জীবনে অনেক পারফর্ম করেছি কিন্তু আশি হাজার ফুটবল ভক্তের সামনে কোন বিশ্বকাপ উদ্বোধন করাটা স্বপ্নেরও অতীত। আমরা ফুটবল এবং সঙ্গীতপ্রেমীদের রাশিয়ায় আমাদের সাথে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি।’

এছাড়া অনুষ্ঠান মাতাতে থাকবেন রাশিয়ার গানের জগতের সেনসেশন তরুণ গায়িকা আইদা গারিফুলিনা। উচ্ছ্বাস তার কণ্ঠেও। তিনি বলেন, ‘আমি কখনো কল্পনা করিনি আমি এমন একটা অনুষ্ঠানের অংশ হতে পারবো। তাও আমার নিজ দেশে, রাশিয়ায়।’

এছাড়া দুইবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও বলেন, ‘উদ্বোধনী ম্যাচটি সবসময়ই একটি প্রতীকী ম্যাচ। এটা এমন একটি মূহুর্ত, যখন আপনি বুঝতে পারেন যে মূহুর্তটির জন্য আপনি চার বছর ধরে অপেক্ষা করছিলেন তা অবশেষে এসেছে। কেউ জানে না টুর্নামেন্টের এই চার সপ্তাহে কি হবে, কিন্তু সবাই এ ব্যাপারে নিশ্চিত যে এটা স্মরণীয় হবে।’

রোনালদো আরও বলেন, ‘অবশ্যই এটা স্বাগতিকদের জন্য আবেগের হবে। এতদিনের কঠোর পরিশ্রমের পর শেষ পর্যন্ত আপনার উঠানে সারা পৃথিবীর ফুটবলপ্রেমীরা জড়ো হবে। আমি সেটা চার বছর আগে ব্রাজিলে অনুভব করেছি এবং এখন আমি সেই আনন্দটা রাশিয়ানদের সাথে ভাগাভাগি করতে পারব বলে আনন্দিত বোধ করছি।’

লুঝনিকি স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়