শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ জুন, ২০১৮, ০৮:১০ সকাল
আপডেট : ১১ জুন, ২০১৮, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, আহত ১০

সাজিয়া আক্তার : আশুলিয়ায় একটি পোশাক কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করা শ্রমিকদের পিটিয়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে কারখানার প্রায় দশ শ্রমিক আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে সাভারের কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, আশুলিয়ার কাঠগড়া এলাকার পজেটিভ ফ্যাশন ওয়্যার কারখানার কর্তৃপক্ষ গত কয়েকদিন যাবৎ শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ নিয়ে তালবাহানা করে আসছিল। এরই দাবিতে সোমবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশের পর বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতী পালন শুরু করে। এক পর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে জিরাবো-বিশমাইল সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের লাঠিচার্য করে ছত্রভঙ্গ করে দেয়। এতে ওই কারখানার প্রায় দশ শ্রমিক আহত হয়েছে।

কারখানার শ্রমিক পারুল আক্তার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু হলে এক পর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে জিরাবো-বিশমাইল সড়ক অবরোধ করে। পরে পিছন থেকে পুলিশ এসে লাঠিচার্জ করে।

শ্রমিক নেতা আল কামরান বলেন, শ্রমিক অসন্তোষের মুখে স্থানীয় ইউপি সদস্য ও শ্রমিক প্রতিনিধিরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে। বৈঠকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা বেতন-ভাতা পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন। শ্রমিকরা কারখানায় এসে জড়ো হতে থাকেন। এ সময় তারা তাদের পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। কিন্তু কর্তৃপক্ষ ওই দাবি মেনে না নেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন বলেন, বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখলে লাঠিচার্য করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এছাড়াও যে কোন অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।-বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়