শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ জুন, ২০১৮, ০৬:৫৭ সকাল
আপডেট : ১১ জুন, ২০১৮, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ চীন সাগর সামরিকীকরণ করায় তাইওয়ানের নিন্দা

আব্দুর রাজ্জাক: দক্ষিণ চীন সাগরে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক উপস্থিতি বাড়ানোর অভিযোগ করেছে তাইওয়ান। তারা বিতর্কিত এলাকাটিকে উত্তপ্ত না করতে চীনের প্রতি আহ্বানও জানিয়েছে। যুক্তরাষ্ট্রে কাছে তাদের দ্বীপ তাইপিং লিজ দেওয়ার অভিযোগটিও অস্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসেপ ঊ। পররাষ্ট্রমন্ত্রালয় থেকে অবিলম্বে এলাকাটিতে সামরিক উপস্থিতি বাড়ানোর কার্যক্রমও বন্ধ করতে বলা হয়েছে।

সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে জানানো হয়, দক্ষিণ চীন সাগরে বিতর্কের অবসান হতে হবে জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী। পাশাপাশি এলাকাটিতে স্বাধীন বিচরণ নিশ্চিত করণ ও যুদ্ধাবস্থা নিরসনে অবশ্যই আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চলতে হবে। কোন প্রকার ভুল সংবাদ প্রচার করে চীনের সাথে সম্পর্ক খারাপ না করতে ও বিতর্ক সৃষ্টি না করতেও তাইওয়ান সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে।

মন্ত্রাণালয়ের বিবৃতিতে আরো জানানো হয়, তারা বিতর্কিত অঞ্চলে তাদের দ্বীপটি অন্য কাউকে ব্যবহার করতে দেয়ার কোন পরিকল্পনাই করেনি। এমনকি যুক্তরাষ্ট্রকেও ব্যবহারের অনুমতি দেয়া হবেনা বলে তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে। আর ওয়াশিংটন কখনো দ্বীপটি ব্যবহার করার কোন প্রস্তাবও দেয়নি বলে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়