শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ জুন, ২০১৮, ০৬:০৬ সকাল
আপডেট : ১১ জুন, ২০১৮, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে পানির ট্যাংকের দেওয়াল ধসে মা ও ছেলে নিহত

আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ার নরসিংহপুর বাংলাবাজার এলাকায় নুরু মোহাম্মদ পালোয়ানের বাড়িতে পানির ট্যাংকের দেওয়াল ধসে মা ও ছেলে নিহত হয়েছে।

সোমবার (১১ জুন) ভোরে ওই এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিমা বেগম শিল্পাঞ্চলের নরসিংহপুর এলাকার হা-মীম গ্রুপের পোশাক কারখানায় কাজ করতেন। তার ছেলে সিয়াম হোসেন প্রথম শ্রেণীতে লেখাপড়া করতো। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালিয়াপাড়া এলাকায়।ধসে পড়া পানির ট্যাংক।

স্থানীয়রা জানান, ভোরে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় ঘরে ভেতরে পানি ঢুকছে। দৌড়ে বাইরে গিয়ে দেখেন সেলিনার ঘরের উপরে পানির ট্যাংকের দেওয়াল ধসে পড়েছে। দ্রুত সেলিনার ভাই টুটুলকে উদ্ধার করলে সেলিনা ও তার ছেলেকে উদ্ধার করতে পারেনি।

আশুলিয়া ডিইপিজেডের ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেওয়ালের নিচে চাপা পড়ে নিহত মা ও ছেলে মরদেহ উদ্ধার করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টিনশেড আধাপাকা কক্ষের সঙ্গে থাকা পানির ট্যাংকটি দুর্বলভাবে নির্মাণ করায় সেটি ধসে পড়ে। এতে দেওয়ালের নিচে চাপা পড়ে ওই কক্ষে ঘুমিয়ে থাকা মা ও ছেলের মৃত্যু হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, টিনশেড আধাপাকা কক্ষের সঙ্গে থাকা পানির ট্যাংক ভোরের দিকে হঠাৎ করে একটি কক্ষের উপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন এক যুবক। আহত যুবককে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়