শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১১ জুন, ২০১৮, ১২:২১ দুপুর
আপডেট : ১১ জুন, ২০১৮, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের পাঁচ নারী নেত্রীসহ আটক ৬

ডেস্ক রিপোর্ট : বান্দরবানে জামায়াত পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে গোপন বৈঠকের সময় পুলিশ পাঁচ নারী নেত্রীসহ ৬ জনকে আটক করেছে। রোববার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল শহরের পুলিশ সুপার বাংলো সংলগ্ন আল ফারুক ইনস্টিটিউটের একটি কক্ষ থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন-সীতাকুন্ডের সৈয়দপুর ইউনিয়নের বিবি খাতিজা (২৪), চট্টগ্রাম চাঁদগাও থানার ওয়াদ্দা বেগম (১৮), বান্দরবান ফায়ার সার্ভিস এলাকার তাহমিনা সুলতানা (১৮), বালাঘাটা ১ নং ওয়ার্ডের নাইমা ফারজানা (১৮), মেম্বার পাড়ার শামিমা আক্তার (১৯) ও বান্দরবান কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ধোপা পুকুর পার এলাকার আবদুল মালেক (৪০)।

পুলিশ জানায়, বৈঠকের নেতৃত্ব প্রদান করছিলেন চট্টগ্রামের সীতাকুন্ড থেকে আসা বিবি খাতিজা ও বান্দরবান আলফারুক ইনস্টিটিউট স্কুলের পিয়ন মো. মালেক। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে দুই শিবিরকর্মী পালিয়ে যায়। বৈঠকের স্থান থেকে বেশ কিছু ইসলামিক বই ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, গোপন বৈঠকের সময় জামায়াত সংশ্লিষ্ট পাঁচ নারী নেত্রীসহ ৬ জনকে আটক করা হয়েছে। কেন তারা কি উদ্দেশ্যে সেখানে বৈঠক করছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, বান্দরবান শহরের আল ফারুক ইনস্টিটিউটটি ফারুকে আজম ট্রাস্ট দ্বারা পরিচালিত হলেও এর পরিচালনায় সবাই জামায়াতের নেতা। সূত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়