শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১১ জুন, ২০১৮, ১২:১৮ দুপুর
আপডেট : ১১ জুন, ২০১৮, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিনটি ‘বোমা’ নিস্ক্রিয় করার তাগিদ ইনুর

ডেস্ক রিপোর্ট : তিনটি গুরুত্বপূর্ণ বোমা নিস্ক্রিয় করার জোর তাগিদ দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 'দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে রোববার (১০ জুন) দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন সাউথ এশিয়ান জার্নালিস্ট ফোরাম (এসএজেএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, এ মুহূর্তে দক্ষিণ এশিয়া তিনটি গুরুত্বপূর্ণ বিস্ফোরক বোমার উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে সাম্প্রদায়িক বোমা, একটা দারিদ্র বোমা, আর অন্যটা আণবিক বোমা। এই দক্ষিণ এশিয়ার মানুষগুলোকে যদি সামনের দিকে এগুতে হয়, তাহলে এই তিনটি বোমা নিস্ক্রিয় করতে হবে।

বোমা নিস্ক্রিয় করতে দক্ষিণ এশিয়ার মানুষগুলো (রাষ্ট্র) একা পারবে না। একসঙ্গে রাষ্ট্রগুলোকে হাত মেলাতে হবে। আর এ হাতটা যদি মেলাতে না পারি, নিজেদের সমস্যাগুলো নিয়ে যদি সামনে এগুতে চেষ্টা করি, তবে বারবার পিছিয়ে যাবো।

ইনু বলেন, সাম্প্রদায়িক ও দারিদ্র বোমা যদি নিস্ক্রিয় করতে পারি, তবে আণবিক বোমা ধীরে ধীরে নিস্ক্রিয় হয়ে যাবে। এই দুই বোমা নিস্ক্রিয় করতে বাংলাদেশ নেতৃত্ব দিতে পারে।

এক্ষেত্রে বাংলাদেশ যে পথ দেখাবে, সে পথে যদি আমরা সবাই হাঁটি, তাহলে দক্ষিণ এশিয়া সাম্প্রাদায়িকতা এবং দারিদ্রমুক্ত হবে। আর এতে গণমাধ্যমের বিরাট ভূমিকা রাখার জায়গা রয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম, এসএজেএফ সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাব প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র : বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়