শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১১ জুন, ২০১৮, ০৯:১৩ সকাল
আপডেট : ১১ জুন, ২০১৮, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর জলঢাকায় জামায়াতে ইসলামির কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ আজিজুল ইসলামকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যার পর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের গোলমুন্ডা বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক আজিজুল ইসলাম একই ইউনিয়নের মৃত বাচ্চা মামুদের ছেলে এবং উপজেলা শহরের আইডিয়াল কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ।

পুলিশ জানায়, গোলমুন্ডা বাজারে নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিলো জামায়াত-শিবিরের নেতা কর্মীরা। সেখানে নেতৃত্ব দিচ্ছিলো আজিজুল ইসলাম। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াতের এই নেতার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। নতুন করে নাশকতার আরেকটি মামলা দায়ের করা হচ্ছে তার বিরুদ্ধে।
সোমবার তাকে আদালতে তোলা হবে বলে জানান ওসি।

প্রসঙ্গত, আটক আজিজুল কেন্দ্রীয় শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও ইতিপূর্বে নীলফামারী জেলা ও জলঢাকা উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সূত্র: পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়