শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১১ জুন, ২০১৮, ০৮:৪২ সকাল
আপডেট : ১১ জুন, ২০১৮, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মেসির মানের খেলা খেলবে আর্জেন্টিনা’

কেএম হোসাইন : সব দলই সাফল্য পেতে চাচ্ছে রাশিয়া বিশ্বকাপে। কিন্তু হাসি-কান্নার মিশেলে তাদের কাটবে বিশ্বকাপ। তবে সব দলের চেয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপে আলাদা করে রাখবেন মেসি। এমন দৃঢ়বিশ্বাস ডিফেন্সিভ মিডফিল্ডার জাভিয়ের মাশ্চেরানোরও। বুকে বল, তেজে ভর মন নিয়ে বিশ্বকাপের মঞ্চে দলের জন্য ঝাঁপিয়ে পড়বেন সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসি। রাশিয়া বিশ্বকাপে সেরা ভার্সনের মেসিকেই দেখবে বিশ্ব। এ নিয়ে চতুর্থ বিশ্বকাপ খেলবেন মেসি।

২০০৬ ও ২০১০ সালের আসরে মেসির আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল। গত আসরে (২০১৪ সালে) ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে শিরোপার স্বপ্ন চূর্ণ হয় আর্জেন্টিনার। এবার রানার্সআপ নয়, বিশ্বচ্যাম্পিয়ন হতেই রাশিয়ায় পা রেখেছেন মেসিরা।

ন্যু ক্যাম্পে আট বছর (২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত) কাটিয়েছেন মাশ্চেরানো। বার্সেলোনার হয়ে দুই শতাধিক ম্যাচ খেলেছেন। বর্তমানে চীনের ক্লাব হেবেই চীন ফরচুন এফসির হয়ে খেলেন। মেসির আদ্যোপান্ত সবই জানা মাশ্চেরানোর। সেরা ফর্ম দেখিয়ে পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। মেসির সঙ্গে খেলে পাঁচটি লা লিগার শিরোপার স্বাদ পেয়েছেন মাশ্চেরানো।

আর্জেন্টিনার হয়ে ১৪৩টি ম্যাচ খেলেছেন তিনি। আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম শক্তি মাশ্চেরানো বলেন, এ বিশ্বকাপে আমার আশা লিও (মেসি) নিজের সেরা ভার্সনটা প্রদর্শন করবে। কেননা এ ভার্সনের ওপর পুরো দলের ভাগ্য নির্ভর করছে। এটা দলেরও জন্য ব্যাপক উৎসাহ জোগাবে। এটা পরিষ্কার যে লিওর কন্ডিশনেই দলের পুরো পারফরম্যান্স নির্ভর করছে। আমি তার সতীর্থ হিসেবে আশা করছি মেসির মানদন্ডে আমরা নিয়ে যেতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়