শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১১ জুন, ২০১৮, ০৪:০২ সকাল
আপডেট : ১১ জুন, ২০১৮, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহত পুলিশদের আর্থিক অনুদান দিলেন ডিএমপি কমিশনার

সুজন কৈরী : আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এ অনুদান প্রদান করা হয়। এ সময় ডিএমপি’র অন্যান্য উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপি’র কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৫৫ তম সভায় আহত ৭৪ জন পুলিশ সদস্যকে চিকিৎসা ব্যয় বহনের জন্য মোট ১৯ লাখ ৯৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন কমিশনার।

কমিশনার বলেন, কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ভার আমাদের। কর্তব্যকালে কেউ আহত হলে তার উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে চিকিৎসা আমরা করিয়ে থাকি। স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা এসব বিষয়ে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।

ডিএমপি’র সদস্যরা বিনা চিকিৎসায় যাতে কষ্ট না পায় অর্থাভাবে চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকে আমরা সচেষ্ট রয়েছি। শুধুমাত্র পুলিশ সদস্য নয়, তাদের পরিবারের কেউ আক্রান্ত হলেও আমরা তাদের পাশে দাঁড়াই। আমাদের আর্থিক সক্ষমতা বিভিন্নভাবে বৃদ্ধির চেষ্টা চলছে। আশা করা যায় সক্ষমতা দ্ধি পেলে আপনাদের সাহায্যের পরিমানও বৃদ্ধি পাবে।

এ সময় পুলিশ সদস্যদের ঈমানের সাথে ডিউটি পালন করার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, ডিউটি হচ্ছে একটা এবাদত। ঈমানের সাথে আমাদের দায়িত্ব পালন করতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়