শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১১ জুন, ২০১৮, ০২:৪৮ রাত
আপডেট : ১১ জুন, ২০১৮, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজেটে শেয়ারবাজারে উন্নয়ন কিছু রাখা হয়নি: সিএসই

মাসুদ মিয়া: বাজেটে চলমান অর্থনীতির অগ্রযাত্রায় শেয়ারবাজারের টেকসই উন্নয়ন এবং গুনগত সম্প্রসারণের লক্ষে কোনো কিছুই উপস্থাপিত হয়নি।
রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে ২০১৮-১৯ অর্থবছরের ঘোষিত বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলেনে এ কথা বলা হয়েছে।

সিএসইর এমডি সাইফুর রহমান মজুমদার বলেন, সিএসইর দাবি কোনোভাবেই অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। আমার চেয়েছিলাম তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হার ১৫% করতে। যা এখন ১০%। এই ব্যবধান বাড়ালে বাজারে ভালো কোম্পানি আসতে উৎসাহিত হবে। এতে পুঁজিবাজারের সম্প্রসারণ ও মান বৃদ্ধি পেত। তবে তা হয়নি।

তিনি বলেন, আমাদের প্রস্তাবগুলো বিবেচনার অনুরোধ জানাচ্ছি অর্থমন্ত্রীর কাছে। সিএসইর প্রস্তাবগুলো হচ্ছে- সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করণের জন্য সুস্পষ্ট তাগিদ এবং নির্দেশনা। বহুজাতিক কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্তি নিশ্চিত করণের জন্য আহনী সংস্কার।বন্ড মার্কেটসহ পুঁজিবাজারের এডভ্যান্স প্রডাক্ট চালু করার কাঠামোগত সংস্কার। প্রাইভেট সেক্টরে বৈদেশিক ঋণ এবং সিন্ডিকেটিং ফাইন্যান্সিং অনুমোদনের সময় পুঁজিবাজারে তালিকাভুক্তির শর্তারোপ। পুঁজিবাজার বিকাশের জন্য জাতীয় ভিত্তিক শক্তিশালী সমন্বয় কমিটি গঠন।

ব্যাংক, বিমা ও আর্থিক কোম্পানিগুলোর জন্য ২.৫% কর্পোরেট কর কমানোর সুবিধা সকল লিস্টেড কোম্পানির জন্য প্রদান করা। ক্রমান্বয়ে লিস্টেড ও নন-লিস্টেড কোম্পানির কর্পোরেট কর হারের ব্যবধান বর্ধিতকরণের সুস্পস্ট ঘোষণা। লিস্টেড কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ আয় থেকে দ্বৈত কর রোহিতকরণ। ৮.পুঁজিবাজারে অবকাঠামো টেকসই উন্নয়নের লক্ষ্যে মানসম্মত এবং লাভজনক কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্তি করার জন্য আইনি বাধ্যবাধকতা, রেগুলেটরি সমন্বয় এবং আর্থিক প্রণোদনা নিশ্চিত করার লক্ষ্যে কৌশল প্রনয়ন।

পুঁজিবাজারের উন্নয়নের লক্ষ্যে বিনিয়োগকারীসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের জন্য উপোযোগী এবং কার্যকর ব্যবসায়িক মডেল নিশ্চিত করার জন্য মেয়াদি কৌশল হিসাবে লেনদেনের উপর ধার্য করা উৎস কর কমানো এবং নতুন কোম্পানি তালিকাভুক্তি করার জন্য প্রণোদনা ঘোষণা।

ক্যাপিটাল মার্কেট স্পেশাল প্রতিষ্ঠান হিসেবে আইসিবির ভুমিকা নিশ্বিত করার জন্য আইসিবিকে আর্থিকভাবে শক্তিশালী করা, বিভিন্ন ব্যাংক কতক আইসিবিকে প্রদত্ত ফান্ড ও ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট বিনিয়োগের বাইরে আইিিসবর ভূমিকা সীমিতকরণ।

সিএসইর ডিমিউচ্যুয়ালাইজেশন প্রক্রিয়ার সফল বাস্তবায়ন তথা স্টেটেজিক ইনভেস্টর অন্তভূক্তকরণের স্বার্থে এক্সচেঞ্জগুলোকে পরবর্তী তিন বছর ১০০% কর অবকাশ সুবিধা বহাল করা। সিএসইর এমডি বলেন, শেয়ারবাজারের ক্যাপাসিটি বিল্ডিং এবং যথাযথ সম্প্রসারণের মাধ্যমে দীর্ঘমেয়াদী পুঁজি সংগ্রহের জন্য একটি সঠিক কৌশল নির্ধারণ করা অতীব জরুরি। যা শুধুমাত্র শেয়ারবাজারের উন্নয়নই ত্বরান্বিত করবে না, আর্থিক খাতেও একটি টেকসই স্থিতিশীলতা আনয়ন করবে। সাইফুর রহমান মজুমদার বলেন, বর্তমানে বাংলাদেশে লক্ষাধিক লিমিটেড কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত রয়েছে। এসব কোম্পানির মধ্যে কয়েক হাজার কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত করার সুযোগ রয়েছে। কিন্তু বর্তমানে শেয়ারবাজারে যে পরিমাণ কোম্পানি তালিকাভুক্ত আছে তা একান্তই নগন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়