শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ১০:৫৭ দুপুর
আপডেট : ১০ জুন, ২০১৮, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজেটে টেকনিক্যাল সমস্যা রয়েছে : দেবপ্রিয় ভট্টাচার্য

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাজেটে টেকনিক্যাল সমস্যা রয়েছে। সম্পূর্ণ বাজেটটি করা হয়েছে ৮২ টাকা ডলার দিয়ে। তবে এরই মধ্যে বাজারে ডলার ৮৩-৮৪ টাকা হয়ে গেছে। যার কারণে টাকার অংকে পরবর্তীতে মিল থাকবে না।

বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’ এর তৃতীয় মাত্রা টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই মুহূর্তে আমদানি ২৪ শতাংশের ওপরে চলছে আর ১২ শতাংশ ধরা হয়েছে আগামী বছরের জন্য। অথচ বিদেশ থেকে টাকা আসবে ৬-৭ বিলিয়ন ডলার যেগুলো বড় বড় প্রকল্পের জন্য ব্যবহার করা হবে।এই বিষয়গুলোর অনেক কিছুই নাই। বিষয়গুলো টেকনিক্যাল দিক থেকেও খুবই দুর্বল। বাজেটের এই বিষয়গুলো নিয়ে হায় আফসোস থাকবে অনেকেরই যারা নীতি বিশ্লেষক।

তিনি বলেন, আমাদের এবারের বাজেটে প্রত্যাশাটি সংযত করার ব্যাপার ছিল। প্রথম থেকেই আমরা বলে এসেছি বাজেটে নতুন কিছু ঢুকানো বাতুলতা মাত্র। তবে যে বিষয়গুলো অমীমাংসিত অবস্থায় রয়েছে। সেগুলোর মধ্যে আমদানির কথা বলেন বা তা বাস্তবায়নের কথা বলেন অথবা সমাবেশ বা ব্যাংকিং এর কথা বলা হোক, এই বিষয়গুলো সাথে থাকবে,যে সরকারই থাকোক। যে হেতো বিষয়গুলো থাকবে সেজন্য আলোচনাও অব্যাহত থাকবে। জায়গা যতই সংকোচিত হোক তার ভেতরে রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়