শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ০৯:২৭ সকাল
আপডেট : ১০ জুন, ২০১৮, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সরকারকে চড়া মাশুল ও কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে’

রিকু আমির : সাজাভোগরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা থেকে কোনো ভয়াবহ কিছু ঘটলে সরকারকে চড়া মাশুল এবং কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ।

রোববার দুপুর আড়াইটার দিকে তিনি আমাদের সময় ডটকমকে বলেন, ম্যাডাম খালেদা জিয়া পড়ে যান, ৫ জুন, আর আমাদের চিকিৎসকদের যেতে দেয়া হলো ৯জুন। মাঝখানে ৪দিন নষ্ট করা হয়েছে। আমাদেরকে জানানোই হয়নি, আবার এ বিষয়ে কোনো ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। যদি আমাদের চিকিৎসকরা সেদিন না যেতেন, তাহলে তো এসব সমস্যা আড়ালেই থেকে যেত। সময় একদিন আমাদেরও আসবে। তখন কিন্তু এর চেয়েও ভয়াবহ কিছু হতে পারে।

শনিবার খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত চিকিৎসকরা সাক্ষাৎ করার পর বলা হচ্ছে- খালেজা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছে। কিন্তু আমাদের সময় ডটকমের কাছে শুভ বলেন, Transient Ischaemic Attack (TIA) হয়েছে ম্যাডামের। শরীরে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হলেই এটা হয়। ম্যাডামের বয়স হয়েছে, এজন্য এটা বড় কোনো সমস্যার পূর্বাভাস হতে পারে। অতএব কোনোভাবেই এটাকে খাটো করে দেখার সামান্যতম অবকাশ নেই। উনার চোখ লাল, হাতের আঙ্গুল ফোলা, স্বাভাবিক চলাফেরায় সমস্যা, খাদ্যগ্রহণে সমস্যা, স্বাভাবিকভাবে কথা বলতে সমস্যা। এসব নিয়ে সরকার কীভাবে উচ্চমানের চিকিৎসা নিশ্চিত না করে ম্যাডামকে কারাগারে ফেলে রাখে?

বিএসএমএমইউতে নেয়ার কথা শোনা যাচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফাওয়াজ হোসেন শুভ বলেন, এ ধরণের কিছু আমরা এখনও শুনিনি। আর ম্যাডাম ওখানে যেতে রাজি হন কি-না, সেটাও দেখার বিষয়। ম্যাডাম দেশের সাবেক প্রধানমন্ত্রী, একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান, তার চিকিৎসায় অবশ্যই তার ইচ্ছাকে প্রাধান্য দেয়া জরুরি। যে হাসপাতাল থেকে তিনি চিকিৎসা গ্রহণ করতে স্বাচ্ছন্দবোধ করেন, যে হাসপাতালে আমাদের চিকিৎসক আছেন, অবশ্যই সে হাসপাতালে ম্যাডামকে প্রেরণ করা উচিৎ। নাহলে মানবাধিকারের চরম লঙ্ঘন হবে।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলেন, ম্যাডামের সাথে তার ব্যক্তিগত চিকিৎসকদের সাক্ষাৎ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৫ বার আবেদন করা হয়েছে। কিন্তু এই আবেদনকে উপেক্ষা করা হয়েছে। ম্যাডামের সাক্ষাৎ পাওয়া আত্মীয়-স্বজনরা আমাদেরকে জানিয়েছেন বলেই আমরা জানতে পেরেছি, সরকার কিন্তু কিছুই জানায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়