শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ০৮:২৩ সকাল
আপডেট : ১০ জুন, ২০১৮, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজই বিএসএমএমইউতে নেয়া হচ্ছে না খালেদা জিয়াকে

রিকু আমির : সাজাভোগরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ রোববারই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হচ্ছে না।

এ বিষয়ে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল হারুন রোববার বেলা সোয়া তিনটার দিকে বলেন, খালেদা জিয়াকে রোববার বিএসএমএমইউতে আনার বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক শারফুদ্দিন আহমেদ রোববার দুপুর ২টা ৮মিনিটে আমাদের সময় ডটকমকে জানান, কারাগার থেকে তাদের কাছে এ সংক্রান্ত কোনো বার্তা আসেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতাল প্রশাসনের দুজন পদস্থ কর্মকর্তা রোববার দুপুর দেড়টার দিকে আমাদের সময় ডটকমকে জানান, খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়া হবে- গণমাধ্যমে প্রচারিত এ তথ্য পাবার পরই যোগাযোগ করা হয়, কারা কর্তৃপক্ষের সাথে। কারাগার থেকে জানানো হয়েছে, বিএসএমএমইউতে নেয়া হবে, এটা সঠিক। কিন্তু এখনও আনুষ্ঠানিকতা শেষ হয়নি। সুনির্দিষ্টভাবে দিনক্ষণ ঠিক করা হয়নি। করা হলে অবশ্যই বিএসএমএমইউকে আগাম বার্তা প্রদান করা হবে।

শনিবার খালেদার ব্যক্তিগত চিকিৎসকরা দেখে এসে বলেছিলেন, গত ৫ জুন বিএনপি চেয়ারপারসনের ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছিল। সেজন্যেই তিনি পড়ে গিয়েছিলেন।

৭৩ বছর বয়সী খালেদার জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সরকার ‘কনসার্ন’ জানিয়ে রোববার আইনমন্ত্রী বলেন, যেসব পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হয় যে মাইল্ড স্টোক হয়েছে কি না, সে ব্যাপারে আজ তাকে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হবে বলে আমাকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

তবে রোববার কখন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি আইনমন্ত্রী।

গত এপ্রিলের শুরুতে এক্সরে করাতে বিএসএমএমইউতে নেওয়া হয়েছিল। ওই দিনই তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফেরৎ নেওয়া হয়।

খালেদার পড়ে যাওয়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, তিনি (খালেদা) রোজা রেখেছিলেন, রোজা রাখার পরে বিকাল ৩টা-সাড়ে ৩টার দিকে একটু হেলে পড়ে যাচ্ছিলেন, তখন তাকে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, ওখানে যে লোক আছে, ফাতেমা, সে তাকে ধরে ফেলে এবং তাৎক্ষণিক জেলে ডাক্তাররা তাকে দেখেন। তিনি যেহেতু রোজা রেখেছিলেন, তার সুগার লেভেল কমে গিয়েছিল বলে তারা (চিকিৎসক) জানান এবং একটা চকলেট খাওয়ার পরে তা রিভাইভ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়