শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ০৭:০৭ সকাল
আপডেট : ১০ জুন, ২০১৮, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাদশ শ্রেণিতে ১৯ ও ২০ জুন আবারো ভর্তির আবেদনের সুযোগ

হ্যাপী আক্তার : এসএসসি পরীক্ষায় পাস করার পরে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি হবার কথা থাকলেও। একাদশ শ্রেণিতে এবছর দুই লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন করেনি। শিক্ষাবোর্ড আবারো আগামী ১৯ ও ২০ জুন এদের আবারো আবেদনের সুযোগ দিচ্ছে। প্রথম পর্যায়ে আবেদনের ফল দেওয়া হবে ১০ জুন।

এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী। এদের ১৩ লাখ ৯ হাজার ৪৭৫ জন একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে। কিন্তু এখনো ভর্তি আবেদন করেনি প্রায় দুই লাখ শিক্ষার্থী। অন্যদিকে এবছর কলেজে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে কড়া নজরদারি থাকছে শিক্ষা বোর্ডের।

শিক্ষা বোর্ড বলছে, আর্থিক অস্বচ্ছলতার কারণে মাধ্যমিকের পর অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ে। অনেকই পড়াশোনা না চালিয়ে কর্মসংস্থানে প্রবেশ করে। এ কারণে মাধ্যমিকে উত্তীর্ণদের সবাই একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করে না।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক জিয়াউল হক বলেছেন, একাদশ শ্রেণিতে স্কুল থেকে অনেক শিক্ষার্থীই আবেদন করেন না দারিদ্রতার কারণে। তার সাথে কিছু শিক্ষার্থী কম আবেদন করেন। কারিগরি বোর্ড থেকে যারা পাস করে তারা ট্রেডে ভর্তি হয়। সাধারণ শিক্ষা বা কারিগরি আছে সেখানে তারা আসে না। কলেজের নামে আবেদনের অভিযোগ আসে তখন সে কলেজের জন্য সীদ্ধান্ত গ্রহণ করা হয়।

শিক্ষাবিদরা বলছেন, মাধ্যমিকের পর এসব শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণে উৎসাহিত করা উচিত।

শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ কায়কোবাদ বলেছেন, এবছর এসএসসি পরীক্ষায় পাস করা অনেকেই একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেনি। আশা করবো তারা হয় তো বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার দিকে যাবে।

আগামী পয়লা জুলাই থেকে একযোগে সব কলেজে একাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে। সূত্র : ইন্ডিপেন্ডেট টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়