শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ০৭:০৭ সকাল
আপডেট : ১০ জুন, ২০১৮, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাদশ শ্রেণিতে ১৯ ও ২০ জুন আবারো ভর্তির আবেদনের সুযোগ

হ্যাপী আক্তার : এসএসসি পরীক্ষায় পাস করার পরে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি হবার কথা থাকলেও। একাদশ শ্রেণিতে এবছর দুই লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন করেনি। শিক্ষাবোর্ড আবারো আগামী ১৯ ও ২০ জুন এদের আবারো আবেদনের সুযোগ দিচ্ছে। প্রথম পর্যায়ে আবেদনের ফল দেওয়া হবে ১০ জুন।

এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী। এদের ১৩ লাখ ৯ হাজার ৪৭৫ জন একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে। কিন্তু এখনো ভর্তি আবেদন করেনি প্রায় দুই লাখ শিক্ষার্থী। অন্যদিকে এবছর কলেজে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে কড়া নজরদারি থাকছে শিক্ষা বোর্ডের।

শিক্ষা বোর্ড বলছে, আর্থিক অস্বচ্ছলতার কারণে মাধ্যমিকের পর অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ে। অনেকই পড়াশোনা না চালিয়ে কর্মসংস্থানে প্রবেশ করে। এ কারণে মাধ্যমিকে উত্তীর্ণদের সবাই একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করে না।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক জিয়াউল হক বলেছেন, একাদশ শ্রেণিতে স্কুল থেকে অনেক শিক্ষার্থীই আবেদন করেন না দারিদ্রতার কারণে। তার সাথে কিছু শিক্ষার্থী কম আবেদন করেন। কারিগরি বোর্ড থেকে যারা পাস করে তারা ট্রেডে ভর্তি হয়। সাধারণ শিক্ষা বা কারিগরি আছে সেখানে তারা আসে না। কলেজের নামে আবেদনের অভিযোগ আসে তখন সে কলেজের জন্য সীদ্ধান্ত গ্রহণ করা হয়।

শিক্ষাবিদরা বলছেন, মাধ্যমিকের পর এসব শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণে উৎসাহিত করা উচিত।

শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ কায়কোবাদ বলেছেন, এবছর এসএসসি পরীক্ষায় পাস করা অনেকেই একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেনি। আশা করবো তারা হয় তো বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার দিকে যাবে।

আগামী পয়লা জুলাই থেকে একযোগে সব কলেজে একাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে। সূত্র : ইন্ডিপেন্ডেট টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়