শিরোনাম
◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ১০:১৫ দুপুর
আপডেট : ১০ জুন, ২০১৮, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বিমানবন্দরে ইফতারের ১০ মিনিট আগে আজান

ডেস্ক রিপোর্ট : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইফতারের সময়ের ১০ মিনিট আগেই মাগরিবের আজান দেওয়া হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরে থাকা অনেকেই নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই ইফতার করে নেন। ভুল ধরা পড়লে বিমানবন্দরের অভ্যন্তরীণ চত্ত্বরে চরম হট্টগোলের সৃষ্টি হয়। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাইজুল মুন্সি জানান, শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের অভ্যন্তরীণ চত্ত্বরে ইফতারের জন্য অপেক্ষা করছিলেন রোজাদাররা। বিমানবন্দরের কেন্দ্রীয় কন্ট্রোল রুম সেন্টার থেকে আজানের ধ্বনি ভেসে এলে উপস্থিত শত শত মানুষ ইফতার করেন। নামাজেও দাঁড়িয়ে পড়েন কেউ কেউ।

সব কিছু ঠিকই ছিলো। বিপত্তি বাধে ১০ মিনিট পর। সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে আশপাশের এলাকার মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলে ভুল ভাঙে রোজাদারদের। এ সময় উত্তেজিত হয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে তারা প্রতিবাদ জানান। কিন্তু তারা কোনো ব্যবস্থাতো নেয়নি, এমনকি রোজাদারদের কাছে দুঃখও প্রকাশ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরে কর্তব্যরত এক নিরাপত্তা কর্মকর্তা আমাদের সময়কে বলেন, আজ সন্ধ্যায় কেন্দ্রীয় কন্ট্রোল রুমে দুইজন নারী কর্মরত ছিলেন। কার ভুলের কারণে এই ঘটনা ঘটলো তা তদন্তের পর জানা যাবে। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বিমানবন্দরের অভ্যন্তরীণ চত্ত্বরে উপস্থিত জনসাধারণ ছাড়াও দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরাও ১০ মিনিট আগে দেওয়া আজান শুনে রোজা ভাঙেন। বিষয়টি এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সূত্র : আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়