শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ০৯:০১ সকাল
আপডেট : ১০ জুন, ২০১৮, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যতবার বলি আমার বয়ফ্রেন্ড নেই, বিশ্বাস করতেই চায় না’

ডেস্ক রিপোর্ট : বিদ্যা সিনহা মিম ও জিৎ অভিনীত ‘সুলতান দ্য সেভিয়র’ কলকাতায় মুক্তি পাবে ১৫ জুন। তাই ছবিটির প্রচারের কাজে মিম এখন কলকাতায়, ফিরবেন ১০ জুন। সেখানে তিনি কয়েক দিন আগে ছবিটির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন সেখানকার প্রভাবশালী একটি দৈনিকের সঙ্গে। কথা প্রসঙ্গে এক প্রশ্নে মিম জানিয়েছেন, তার কোনো বয়ফ্রেন্ড নেই।

মিম জানান, কলকাতাকে তিনি চেনেন তার শৈশবকাল থেকেই। তার কাছে একটা সময় কলকাতা মানেই ছিল ঘুরে বেড়ানো, শপিং করা আর সিনেমা দেখা। আগে যেতেন নিউ মার্কেট, এখন যান কোয়েস্ট মলে।

সম্প্রতি মিম অভিনীত ‘ব্ল্যাক’ ও ‘ইয়েতি অভিযান’ ছবি দুটি মুক্তি পেয়েছে। তাই তার আলাদা একটি পরিচিতি তৈরি হয়েছে।

মিমের সঙ্গে অভিনেতা জিতের পরিচয় হয়েছে বাংলাদেশে। আর তখন জিৎ বাংলাদেশে এসেছিলেন তার একটি ছবির শুটিংয়ে। মিম ‘সুলতান দ্য সেভিয়র’ ছবিতে তার চরিত্র সম্পর্কে জানান, ধনী পরিবারের জেদি মেয়ে। পেশায় আইনজীবী। সুলতানের (জিৎ) প্রেমে পড়ি। সুলতান আমার প্রেমে না পড়ায় আমার জেদ চড়চড় করে বাড়ে। বাকিটা ছবিতে দেখবেন।

ওই সাক্ষাৎকারের সময় মিমকে প্রশ্ন করা হয়, ‘শুটিংয়ের সময় জিৎ আপনাকে নাকি কী একটা ব্যাপার নিয়ে বেশ রাগিয়ে দিতেন?’ জবাবে মিম বলেছেন, ‘জিৎদা বারবার আমাকে জিজ্ঞেস করতেন, আমি কারো সঙ্গে প্রেম করি কি না। যতবার বলি আমার বয়ফ্রেন্ড নেই, বিশ্বাস করতেই চায় না।’

কথা প্রসঙ্গে মিম জানিয়েছেন ঢাকা ও কলকাতা ইন্ডাস্ট্রির কাজের পার্থক্যের কথাও। মিম বলেন, ‘ক্যামেরার কাজ, স্ক্রিপ্ট, পরিচালনায় অমিল নেই। কিন্তু পরিকাঠামো কিছুটা আলাদা। যেমন এখানে ৬টায় কল টাইম হলে, শুটিং শুরু হয় ৬টাতেই। কিন্তু বাংলাদেশে সেটা ৭টা-৮টা হয়েই যায়। এখানে আউটডোরে কাজের সময় ভ্যান পাই। ওখানে সে ব্যবস্থা নেই।’ সূত্র : প্রিয়.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়