শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ০৮:৪৮ সকাল
আপডেট : ১০ জুন, ২০১৮, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী মহারাজ খলিফা

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মাদক ব্যবসায়ী মহারাজ খলিফা ও তার স্ত্রী খোদেজাকে বরগুনার তালতলী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ইদুপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র।

তিনি বলেন, কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় মহারাজ খলিফা ও তার স্ত্রী খোদেজাকে গ্রেফতার করা হয়েছে। বোরবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

মহারাজ উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া গ্রামের মোতালেব খলিফার ছেলে। গত কয়েক বছর ধরে ঢাকায় থেকে ইয়াবার ব্যবসা করছেন তিনি। রাজধানীতে বসেই মহারাজ তালতলীসহ দক্ষিণাঞ্চলে ইয়াবার বড় চালান পাঠাতেন বলে জানান ওসি।

সম্প্রতি মাদকবিরোধী অভিযানের ভয়ে মহারজ খলিফা বাড়ি আসেন। গোপন খবরের ভিত্তিতে পুলিশ বাসায় গিয়ে স্ত্রীসহ তাদের আটক করে। খলিফার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে রাজধানীর বনানী থানায় ১৮টি, তেঁজগাও শিল্পাঞ্চল থানায় ২টি, গুলশান থানায় ১টি ও পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় ১টি মামলা রয়েছে।

মহারাজ খলিফার স্ত্রী খোদেজার বিরুদ্ধে বনানী থানায় ১টি মামলা রয়েছে বলে জানিছে পুলিশ। সূত্র : বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়