শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ০৭:৪১ সকাল
আপডেট : ১০ জুন, ২০১৮, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধড়-মাথা বিচ্ছিন্ন করা বাসের চালক কারাগারে

ডেস্ক রিপোর্ট : জাতীয় প্রেসক্লাবের সামনে এক নারীকে পিষে মেরে ফেলার ঘটনায় বাসের চালককে কারাগারে পাঠানো হয়েছে। চালকের নাম তরিকুল ইসলাম (২২)।

শাহবাগ থানা-পুলিশ আসামি তরিকুলকে শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাঁকে আটক রাখার আবেদন করে। আদালত পরে চালক তরিকুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রেসক্লাবের সামনে শুক্রবার সকাল সোয়া ১০টায় বাস থেকে নেমে সমিরন আক্তার (৫০) ফুটপাতে ওঠার সময় পেছন থেকে একটি বাস এসে তাঁকে চাপা দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মেয়ে পারভীন রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

সমিরনকে চাপা দেওয়া খিলগাঁও-মোহাম্মদপুর রুটে চলাচলকারী মিডলাইন পরিবহন বাসের চালক তরিকুলকে আটক করে পুলিশ। তরিকুল ইসলামের বাড়ি বরিশালের করিমগঞ্জে। পুলিশকে তিনি ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি।

আদালতে প্রতিবেদন দিয়ে পুলিশ বলছে, বাস চালককে গ্রেপ্তার করা গেলেও চালকের সহকারী সোহাগ পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সমিরন আক্তার হাইকোর্টের মাজার মসজিদে জুমার নামাজ পড়তে সূত্রাপুরের বাসা থেকে বাসে করে এসেছিলেন। তাঁর ছোট বোন সালমা জানান, তাঁর বোন সমিরন প্রতি শুক্রবারই হাইকোর্ট মাজার মসজিদে নামাজ পড়তে যেতেন।

গত ৩ এপ্রিল ঢাকায় দুই বাসের চাপায় কলেজছাত্র রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। রাজীবের পর বাসচাপায় পা হারান রোজিনা আক্তার। এই দুজনের মৃত্যুর পর নগর পরিবহনের অব্যবস্থাপনার বিষয়টি আবার আলোচনায় আসে। কিন্তু তারপরও হাত-পা হারিয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন রাসেল সরকার, পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেন, রুনি আক্তার ও আয়েশা খাতুন। কিন্তু কোনো প্রতিকার মিলছে না। সর্বশেষ ধড়-মাথা বিচ্ছিন্ন হয়েছে বৃদ্ধা সমিরনের। সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়