শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ০৬:৫১ সকাল
আপডেট : ১০ জুন, ২০১৮, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ড‌নে তা‌রেক-ফখরুল বৈঠক

সাইদুল ইসলাম, যুক্তরাজ্য: বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের জরুরী অাহব্বা‌নে সাড়া দি‌য়ে লন্ড‌নে এ‌সে‌ছেন বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর।
এরই ম‌ধ্যে একা‌ধিকবার তি‌নি বৈঠ‌কে ব‌সে‌ছেন লন্ড‌নে বসবাসরত বি‌এন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের সা‌থে। সুত্রগু‌লো জানায়, লন্ড‌নের  কিংসষ্টন এলাকায় তা‌রেক রহমা‌নের সদ্য প‌রিব‌র্তিত নতুন ভাড়াবা‌ড়ি‌তে বৈঠক অনু‌ষ্ঠিত হয়। রুদ্ধদ্বার বৈঠ‌কে সাংগঠ‌নিক বি‌ভিন্ন বিষ‌য়ে অা‌লোচনা ক‌রেন দুই নেতা।
সূত্রগু‌লো জানায়, দে‌শে ফোনালা‌পে সেসব অালাপচারীতা ফাসঁ হ‌য়ে যাওয়ায় বি‌ভিন্ন বিষ‌য়ে কথা বল‌তে মির্জা ফখরুল‌কে  লন্ড‌নে ডেকে পাঠান তা‌রেক রহমান।
তারেক রহমা‌নের সা‌থে লন্ড‌নে সম্প‌র্কিত ‌বিএন‌পির এক‌া‌ধিক সূত্র অা‌রো জানায়, বেগম খা‌লেদা জিয়‌ার মু‌ক্তির অাইনগত প্র‌ক্রিয়‌া, সাংগঠ‌নিক বি‌ভিন্ন বিষয় ও দে‌শের চলমান রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তিতে করনীয় বিষ‌য়ে অালাপ কর‌তে মির্জা ফখরুল‌কে ডে‌কে পাঠান তা‌রেক রহমান।
যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লেক শ‌নিবার রা‌তে জানান, শুক্রবার রা‌তে উন‌ার সা‌থে দেখা ক‌রে‌ছি। উ‌নি এক‌টি হো‌টে‌লে অবস্থান কর‌ছেন। রোববার যুক্তরাজ্য বিএন‌পি অা‌য়ো‌জিত ইফতার মাহ‌ফি‌লেও যোগ মির্জা ফখরুল। ঐ ইফতার মাহ‌ফি‌লে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে যোগ দেবার কথা র‌য়ে‌ছে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের।
যুক্তরাজ্য বিএন‌পির সাধা‌রণ সম্পাদক কয়সর এম অাহমদ জানান, মির্জা ফখরুল শিগ‌গিরই দে‌শে ফির‌ছেন। ত‌বে ক‌বে ফির‌ছেন দিনক্ষণ তার জানা নেই।
  • সর্বশেষ
  • জনপ্রিয়