শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ০৪:৪৬ সকাল
আপডেট : ১০ জুন, ২০১৮, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দশ লক্ষ মার্কিন উদ্যোক্তাকে প্রশিক্ষন দেবে ফেসবুক

নূর মাজিদ: অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জানিয়েছে ২০২০ সালের মধ্যে তারা যুক্তরাষ্ট্রে ১০ লক্ষ বতরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে। শুক্রবার ফেসবুকের ব্যবসায়িক শিক্ষা পরিচালক অ্যামি ব্রুকস জানান,  অনলাইন মার্কেটিং ব্যবস্থায় তাদের দক্ষ করে তুলেতেই এই প্রশিক্ষণ দেয়া হবে।

তিনি বলেন, বর্তমান যুগে ব্যবসায়িক বিপণনে ও  বিজ্ঞাপন দেবার ক্ষেত্রে অনলাইন বাজার ব্যবস্থা অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তাই তরুণ ও উদ্যমী উদোক্তাদের ব্যবসায়িক সাফল্যের কথা চিন্তা করেই এই কর্মসূচী নেয়া হয়েছে। এই কর্মসূচীর আওতায় ২০২০ সাল নাগাদ অন্তত ১০ লক্ষ তরুণ ঊদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া পরিকল্পনা নেয়া হয়েছে। বিশেষ করে ফেসবুকের নিজস্ব ব্যবসায়িক অনলাইন প্রশিক্ষণ ব্যবস্থা 'ব্লুপ্রিন্ট' ব্যবহার করে  তাদের পণ্য বাজারজাতকরণের ব্যাপারে  প্রশিক্ষণ দেয়া হবে।

এসময় অ্যামি ব্রুকস আরো বলেন, "নানা ধরণের সামাজিক সংগঠনকে আমরা এই পরিকল্পনার পরিসর করতে সম্পৃক্ত করতে চাই। এই সমস্ত উদ্যোক্তাদের কোডিং, ডিজিটাল মার্কেটিং এবং আরো অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।  চলতি বছরের শেষ নাগাদ অন্তত ২০টি কম্যিঊনিটি গ্রুপকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। তাদের অংশগ্রহণ এই প্রশিক্ষণ কর্মসূচীর বাস্তবায়ন ও জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

উল্লেখ্য, ২০১৫ সালে ফেসবুক তাদের ব্লুপ্রিন্ট ফিচারটি চালু করে। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১লক্ষ ৬০ হাজার ক্ষুদ্র ব্যবসায়িকে প্রশিক্ষণ দিয়েছে। ফাইনান্সিয়াল এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়