শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ০৪:২৩ সকাল
আপডেট : ১০ জুন, ২০১৮, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারের বাজেট সময়োপযোগী বাজেট: আ স ম ফিরোজ

মো. এনামুল হক এনা : ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট সময়ের সবচেয়ে উপযোগী বাজেট। সময়ের উপযুক্ত বাজেট। এই বাজেটে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারগুলোকে যথেষ্ট সুযোগ প্রদান করা হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইফ আ স ম ফিরোজ বাজেট নিয়ে আলাপকালে আমাদের নতুন সময়কে এসব কথা বলেন।

তিনি বলেন, এই বাজেটে ধনী-গরীবের বৈষম্য কমানোর অনেক কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ বাজেট গণমুখী ও কল্যাণকর। আসলে যাদের দায়িত্ব বা যাদের কাজ সমালোচনা করার, তারা সমালোচনা করবে। দেশের মানুষ ইতিমধ্যে লক্ষ্য করেছেন, ধারাবাহিকভাবে দশটি বাজেট হওয়াতে বাংলাদেশের মানুষ কতটা স্বচ্ছল, এটা বলার অপেক্ষা রাখে না। এ দ্বারা বোঝা যায়, মানুষ ইতিপূর্বে কতভাগ দরিদ্র ছিলো আর এখন কত ভাগ?

তিনি আরো বলেন, মানুষের গড় আয়ু ইতিপূর্বে কত ছিলো? আর বর্তমানে কত হয়েছে। সমস্ত পরিসংখ্যানেই আমরা ভারত আর পাকিস্তানের চেয়ে এগিয়ে আছি। এই সফলতা একদিনে অর্জিত হয়নি। প্রতি বছর বাজেটের আকার বাড়ছে, প্রতি বছর আমরা যে বাজেট দিচ্ছি তাতে কি মনে হয় না- সরকারে আয় বৃদ্ধি পেয়েছে? জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই সরকার দেশের অর্থনীতি ও দেশের সুনাম পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়।

চিপ হুইফ আরো বলেন, বাংলাদেশ কোন একসময় নিজেদের অর্থায়নে বাজেট দিতে পারেনি। বিশ্ব ব্যাংকের সহায়তা দরকার হতো। আজ আমরা স্বাবলম্বী। আমরা নিজেদের অর্থায়নে বাজেট দিচ্ছি। আমাদের এই উন্নয়ন কি অভিযোগকারীরা চোখে দেখে না?

বিএনপি এই বাজেটকে নির্বাচনী বাজেট হিসেবে অভিযোগ করেছে। এ ব্যাপারে জানতে চাইলে চিপ হুইফ বলেন, নির্বাচনের বছরে বাজেট এটা কিন্তু নির্বাচনী বাজেট নয়। যেহেতু বাজেট দেওয়া হয়েছে এর পরেই নির্বাচন, আমরা যেহেতু রাজনীতি করি, সেহেতু আমাদের মনে রাখতে হবে, নির্বাচনে আমাদের আসতে হবে। আমরা যখনই সরকারে থাকি, তখনই জনকল্যাণে বাজেট করি। নির্বাচনের বছরের বাজেট যেহেতু হয়েছে, সেহেতু অনেকে বলতেই পারে এটা নির্বাচনী বাজেট। বাজেটে অতীতের ধারা আমরা অব্যাহত রেখেছি।

তিনি বলেন, যারা অতীতে ভাগবাটোয়ারা করেছেন, তারাই ভাগবাটোয়ারা জানেন। যারা পূর্বে ক্ষমতায় থেকে ভাগবাটোয়ারা করেছেন, হাওয়া ভবন করেছেন, তারা ভাগবাটোয়ারা সম্পর্কে ভালো জানেন। শেখ হাসিনার আমলে এই ভাগবাটোয়ারা সম্ভব নয়। আমাদের মন্ত্রীপরিষদ বা কোন এমপিরা ভাগবাটোয়ারার মধ্যে নেই। কেননা, আমরা জনগণের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেশসেবায় কাজ করি।

সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়