শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ০৩:০২ রাত
আপডেট : ১০ জুন, ২০১৮, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের প্রধান চার মহানগরে কমেছে জ্বালানি তেলের দাম: স্বস্তিতে ভোক্তারা

নূর মাজিদ: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন ভারতের ভোক্তা ও উৎপাদকেরা এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেলেন। বিশেষ করে জ্বালানি তেলের দাম এবার ধীরগতিতে স্বাভাবিক মূল্যের দিকেই নেমে আসছে। বিশেষ করে শনিবার নাগাদ পেট্রোলের দাম কমেছে লিটারপ্রতি ৪০-৪২ পয়সা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৩০-৩২ পয়সা।

শনিবার ভারতের প্রধান চারটি মহানগরে এই মূল্যহ্রাসের প্রতিফলন দেখা যায়। দিল্লী, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইয়ে জ্বালানি তেলের দামের পতন লিটার প্রতি এক রুপি পর্যন্ত হয়েছে।

এদিন দিল্লীতে পেট্রোল প্রতি লিটার ৭৭.০২রুপি, মুম্বাইয়ে ৮৪.৮৪ রুপি, কলকাতায় ৭৯.৬৮ রুপি এবং চেন্নাইয়ে ৭৯.৯৫ রুপিতে বিক্রি হয়। অন্যদিকে ডিজেল দিল্লীতে লিটারপ্রতি ৬৮.২৮ রুপি, কলকাতায় ৭০.৮৩ রুপি এবং চেন্নাইয়ে ৭২.০৮ রুপিতে বিক্রয় করা হয়।

চলতি বছরের মে মাসের ২৯ তারিখ থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ভারতের ভোক্তা ও উৎপাদকদের মাঝে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি করে। তবে ২৯মে'র পর থেকে টানা ১১ দিনের মতো জ্বালানি তেলের দাম কমে স্বাভাবিক হয়ে আসছে। এর ধারাবাহিকতায় এখন পর্যন্ত জ্বালানী তেলের দাম দিল্লীতে কমেছে ১.৪১ রুপি, কলকাতায় ১.৩৮ রুপি, মুম্বাইয়ে ১.৪০ রুপি এবং চেন্নাইয়ে ১.৪৮ রুপি। ফাইনান্সিয়াল এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়