শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ০২:৩০ রাত
আপডেট : ১০ জুন, ২০১৮, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণ ভোটাদের টার্গেট করে মাঠে আ.লীগ

রফিক আহমেদ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুন ভোটাদের টার্গেট করে মাঠে নেমেছে সরকারি দল আওয়ামী লীগ। এরইমধ্যে নিজেদের আরো গুছিয়ে নিচ্ছে সরকারি দল আওয়ামী লীগ। নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনা এবং টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করার বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে দলটি।

পাশাপাশি নির্বাচনকে ঘিরে চলছে কর্মী সংগ্রহ। তবে এবার মূল টার্গেট নতুন প্রজন্মের তরুণরা। ইতোমধ্যে সর্বোচ্চ সংখ্যক সদস্যও সংগ্রহ করা হয়েছে। তরুণদের পক্ষ থেকে সাড়াও পাওয়া যাচ্ছে ব্যাপক। এমন তথ্য জানিয়েছেন একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতারা। একই কথা বলেছেন, দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপও।

প্রসঙ্গত, নির্বাচনকে সামনে রেখে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত নির্বাচনী বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ কথা অকপটে শিকার করেছেন তিনি। জবাবে অর্থমন্ত্রী বলেন, আমার সব বাজেটই নির্বাচনী বাজেট। আমি একটি দলের গুরুত্বপূর্ণ সদস্য, তাই বাজেট নির্বাচনী হবে।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রস্তুতি, সদস্য সংগ্রহ অভিযান, দফতরের সাফল্য ও নানা ইস্যু তুলে ধরেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সম্পূর্ণ প্রস্তুত। তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত। তারা নির্বাচন চায়।

আমাদের নেতাকর্মীরা এবারে সবচেয়ে বেশি শক্তিশালী, ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে নিয়ে আসবে এবং তৃণমূল থেকে এরকম একটা সাড়া আমরা ইতোমধ্যেই পেয়েছি। তিনি বলেন, আমাদের টিম প্রতিটি জেলা, উপজেলা, মহল্লা ও ইউনিয়নে গিয়ে গিয়ে আমাদের সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন-অগ্রগতি জনগনের কাছে তুলে ধরে ভোটারদের দলে ভীড়ানো হচ্ছে।

এছাড়াও বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের দু:শাসন এবং বর্তমান আওয়ামী লীগের উন্নয়ন তুলে ধরা হচ্ছে। এই উন্নয়নের চিত্র তুলে ধরে জনগণকে বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা। যাতে সহজেই জনগণ বুঝে এবং জনগণ খুশি, আগামীতে ও শেখ হাসিনা সরকারের নেতৃত্বের প্রতি আস্থাশীল। একইসাথে আগামীতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করে।

এদিকে, আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ অভিযানের অনেকেব অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। তারা বলেন, এক্ষেত্রে খুবই ভালো অগ্রগতি হয়েছে এবং আমরা অসাধারণ সাড়া পেয়েছি। সদস্য সংগ্রহ অভিযানে প্রতিটা বিভাগে, প্রতিটি জেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে যাওয়া হয়েছে।

কয়েকটি জেলায়, কয়েকটি বিভাগে তার সাথে আমরাও গিয়েছি। সেখানে দেখেছি নেতাকর্মীদের আগ্রহ। তারা সদস্য হতে চায় এবং সেখানে যারা তরুণ ও নতুন প্রজন্ম, তাদের আগ্রহ খুব বেশি। তারা আরো বলেন, যারা আগামী দিনের ভবিষ্যৎ সেই তরুণদের মাঝে আমরা যে আগ্রহ দেখেছি, যে সহযোগিতা পেয়েছি, তারা যেভাবে আমাদের দিকে এগিয়ে এসেছে, সাড়া দিয়েছে, আমার খুবই আশাবাদী।

আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে, ডিজিটাল বাংলাদেশের পক্ষে তরুণরাই ভোট দেবে। আমরা যে ভিশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, জননেত্রী শেখ হাসিনা যে ভিশন জাতির সামনে দিয়েছেন, তরুণরা তা লুফে নিয়েছে। ডিজিটাল বাংলাদেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রয়েছে।

আমরা বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, মহাকাশ বিজয় করেছি। তরুণরা এটা আরো বেশি পছন্দ করেছে।

দলটির নীতিনির্ধারকরা জানিয়েছেন, তরুণদের কাছে টানতে পারলেই আগামীতে আবারো সরকার গঠন করতে পারবে আওয়ামী লীগ। এ কারনে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে ওঠান বৈঠক-মাদকবিরোধী কর্মশালা ও সরকারের উন্নয়নমূলক কর্মকা- জনগণের মাঝে তুলে ধরার নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মশিউর রহমান মোল্লা সজল জানান, আগামীতেও তরুণদের হাত ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। সে কারণে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ঢাকা-৫ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের চলমান সদস্য সংগ্রহ অভিযানে তরুণদের বিশেষ করে প্রথমবারের ভোটার ও নারীদের গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ওঠান বৈঠক এবং মাদক প্রতিরোধে নানা ধরনের কর্মসূচি আমরা করে আসছি। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরাও অংশ নিচ্ছেন। তরুণদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে নারায়নগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক এমপি কায়সার হাসনাত বলেন, নতুন ভোটার এবং নারী ভোটারদের দলের সদস্যপদ দেওয়া। এরই মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও সদস্য সংগ্রহ অভিযানে ব্যাপকভাবে ঝুকছে তুরুণরা। তরুণ ও নতুন ভোটারদের টার্গেট করে সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা হচ্ছে নিখুঁতভাবে। জেলার বিভিন্নস্থানে সদস্য সংগ্রহ ফরম অনুষ্ঠানে টানা দুই মেয়াদে ক্ষমতায় থেকে তরুণদের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কী কী করেছে, সেসব তাদের সামনে তুলে ধরা হচ্ছে বলে জানান সাবেক এমপি কায়সার হাসনাত।

এ বিষয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা ইউনুছ আকবার বলেন, এবার প্রতিশ্রুতি থাকছে আগামীতে তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টির। তরুণসমাজের জন্য নানামুখী করণীয় পদক্ষেপগুলো তুলে ধরার মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করার ব্যাপারে আকৃষ্ট করে তুলার চেষ্টায় রয়েছে।

নবম সংসদের আগে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবার নির্বাচনী ইশতেহারে তরুণদের জন্য আলাদা চমক রাখবে সরকারি দলটি এমনটাই বুঝানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়