শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ০২:০৪ রাত
আপডেট : ১০ জুন, ২০১৮, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই বাজেট গতানুগতিক, আবার কেউ বলেছেন জনবান্ধব বাজেট

রফিক আহমেদ : হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট ও তরীকত ফেডারেশনের শীর্ষ নেতারা জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে কেউ বলেছেন, এই বাজেট গতানুগতিক, আবার কেউ বলেছেন জনবান্ধব বাজেট। শনিবার উল্লেখিত জোট, দল ও সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা এসব কথা বলেন।

বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল এমপি বলেন, এই বাজেট জনবান্ধব বাজেট। এই বাজেটের মাধ্যমে সমাজে সুরক্ষা প্রতিষ্ঠিত হবে। গণমানুষের তথা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে এ বাজেট। সকলের জন্য এটা একটা সুন্দর বাজেট।

ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রস্তাবিত বাজেট গতানুগতিক বাজেট। যে সমস্ত শুল্কের হার হ্রাস করা হয়েছে, তা সুবিধাজনক নয়। তাছাড়া এ বাজেট গণবান্ধব বাজেটও নয়। বিরাট বাজেট- এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে আমি মনে করি। অতীতে এ ধরণের বাজেট কখনও ঘোষিত হয়নি।

হেফাজতে ইসলাম বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, এই বাজেট গতানুগতিক বাজেট। এই বাজেট বাস্তবায়নের ফলে দেশ এগিয়ে যাবে বলে আমি মনে করি না। এ বাজেটকে কাজে লাগানো দরকার। প্রস্তাবিত বাজেট ঘোষণা থেকে বাস্তবায়নেরক্ষেত্রে দুর্নীতিমুক্ত করা জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়