শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ০১:৪০ রাত
আপডেট : ১০ জুন, ২০১৮, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিসহ মধ্যপ্রাচ্যে গৃহশ্রমিক পাঠানো বন্ধ করতে হবে

উম্মুল ওয়ারা সুইটি : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গৃহকর্মীরা গিয়ে যৌন হয়রানি এবং নানা ধরণের শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। তাছাড়া একটু ভালো থাকার আসায় ৫০ হাজার থেকে একলাখ টাকা খরচ করে নারীরা মধ্যপ্রাচ্যে যাচ্ছেন অন্ততপক্ষে দুই বছরের কাজের চুক্তি করে। কিন্তু দু/তিন মাসের মধ্যেই তারা দেখেন চুক্তি অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে না। তাছাড়া তারা কাজ করতে গিয়ে যৌন হয়রানির শিকার হন। কাজের চাপ এতো বেশি থাকে দুই মাসের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। তারপর বেতন ছাড়াই তাদেরকে বিদায় নিতে হয়।

বিশেষজ্ঞরা বলছেন, সৌদি ও মধ্যপ্রাচ্যে যাওয়া শতকরা ৯০ ভাগ নারীই তাদের ন্যায্যা না পেয়ে চলে আসছেন। টাকা পয়সা সব হারিয়ে দেশে এসে এসব নারীরা মানবেতর জীবন যাপন করছে। আবার যৌন নির্যাতনের কথা জানাজানি হওয়ার কারণে দেশে আসার পর পরিবারও তাদের গ্রহণ করেন না। ফলে এসব নারীরা আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন না।

মানবাধিকার নেতা ও খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম বলেছেন, সৌদি ও মধ্যপ্রাচ্যে গৃহকর্মীর নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়। তারপরও কেনো সরকারের পক্ষ থেকে আরব দেশগুলোর সঙ্গে গৃহকর্মী পাঠানোর বিষয়ে শক্ত চুক্তি করা হয় না তা বুঝি না। তাছাড়া যতো চুক্তি করা হোক দেশের মেয়েরা গিয়ে সেখানে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। তাই এ ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে। গৃহ শ্রমিকদের রক্ষা করতে না পারলে দ্রæত মধ্যপ্রাচ্যে গৃহকর্মী পাঠানো বন্ধ করতে হবে।

মানবাধিকার নেতা অ্যাডভোকেট সালমা আলী বলেছেন, সৌদি আরবে কোনোভাবেই গৃহকর্মী পাঠানো যাবে না। সরকারকে এ ব্যাপারে কঠোর হতে হবে। গরীব নিরীহ নারীরা জায়গা জমি বিক্রি করে একটু ভালো বেতনের জন্য ভবিষ্যতের স্বপ্ন দেখে বিদেশে যাচ্ছে। আর প্রতারণার শিকার হয়ে আসছেন বছরের পর বছর, অথচ এর কোনো প্রতিকার নেই। তিনি এসব দেশের সঙ্গে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে প্রতিবাদ করার আহŸান জানান। তিনি বলেন, গৃহকর্মীরা অনেকেই জানেন না বিগত সময়ে কত নারী শূণ্য হাতে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরেছেন। এ ব্যাপারে সচেতনতা তৈরির আহŸান জানান তিনি।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য কর্মকর্তা আল আমিন নয়ন বলেন, ব্র্যাকের আবেদনের ভিত্তিতে তিরিশজন নারী শ্রমিক দেশে ফিরেছেন। এসব নারীদের কারো কারো এমন অবস্থা যে তারা হাঁটতে পর্যন্ত পারেন না। দেশে ফিরে আসা নারী শ্রমিকদের আমরা আবাসন থেকে শুরু করে খাবার-চিকিৎসাসহ নানা বিষয়ে সহায়তা দেওয়া হচ্ছে। আবার কেউ অভিযোগ করতে চাইলেও আমরা তার আবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিবারের অভাব দূর করতে অনেক মেয়েই অভিবাসনের দিকে ঝুঁকছেন। সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবাননসহ বিশ্বের ১৮টি দেশে বাংলাদেশ থেকে গৃহকর্মে নারী শ্রমিক গিয়ে থাকেন। এসব নারীরা বিদেশে গিয়ে বেতন তো পানই না, এমনই কি গৃহকর্তারা খেতেও দেন না। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) দেওয়া তথ্যমতে, ২০১৭ সালে অভিবাসী নারীর সংখ্যা ছিল ১২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, যা মোট অভিবাসীর সংখ্যার ১৩ শতাংশ। এ সংখ্যা এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি।

১৯৯১ থেকে ২০০৩ সাল পর্যন্ত একা অভিবাসন প্রত্যাশী নারী শ্রমিককে অভিবাসনে বাধা দেওয়া হলেও ২০০৩ এবং ২০০৬ সালে এ প্রবণতা কিছুটা শিথিল করা হয়। ২০০৪ সালের পর থেকে ২০১৩ সাল পর্যন্ত নারী শ্রমিকের অভিবাসন হার ক্রমাগত বাড়তে থাকে। ২০১৫ সালে এ সংখ্যা দাঁড়ায় মোট অভিবাসনের ১৯ শতাংশে। কিন্তু এই হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম।

গত ১৯ মে সৌদি আরব থেকে দেশে ফেরেন ৬৬ জন নারী শ্রমিক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৩ মে ৩৫ জন, ১২ মে ২৭ জন, ১৯ মে ৬৬ জন, ২৩ মে ২১ জন এবং ২৭ মে ৪০ জন নারী শ্রমিক দেশে ফিরেছেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আবেদনের ভিত্তিতে বিভিন্ন সময়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৮০ জন নারী শ্রমিককে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়