শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ জুন, ২০১৮, ০১:৪৯ রাত
আপডেট : ১০ জুন, ২০১৮, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুয়ারেজকে ক্ষুদে ভক্তের অনুরোধ : আর কামড়িও না

স্পোর্টস ডেস্ক: লুইস সুয়ারেজ যতটা না নন্দিত ফুটবলার, তার চেয়েও অনেক বেশি নিন্দিত। কারণ, তার কিছু বদ অভ্যাস এবং বাজে কর্মকা-। বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে যতই কাঁধে কাঁধ মিলিয়ে খেলুন না কেন, সুয়ারেজ তার নিজের কর্ম দিয়েই একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করে রেখেছেন। অনেকেই তাকে এ কারণে ‘ব্যড বয়’ বলে অভিহিত করে থাকেন।

ব্রাজিল বিশ্বকাপেই তো নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন সুয়ারেজ। গ্রুপ পর্বের ম্যাচে ইতালির জিওর্জিও কিয়েল্লিনির ঘাড়ে কামড় দিয়ে বসেন সুয়ারেজ। যে কারণে শুধু বিশ্বকাপ থেকেই নন, নিষিদ্ধ হয়েছিলেন ৯ ম্যাচে। তার দল উরুগুয়ে গ্রুপ পর্ব পেরুলেও দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ে যায়। নিষেধাজ্ঞার কারণে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি খেলতে পারেননি সুয়ারেজ।

কামড় দেয়ার কা- আরও দু’বার ঘটিয়েছিলেন উরুগুয়ের এই ফুটবলার। যদিও ওই দুটি ঘটনা ক্লাব পর্যায়ের ফুটবলে। শুধু তাই নয়, বর্ণবাদী আচরণের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ ম্যাচের পর্যন্ত নিষেধাজ্ঞা পেয়েছিলেন সুয়ারেজ।

আরেকটি বিশ্বকাপকে সামনে রেখে সুয়ারেজকে তাই আগের চেহারায় আর দেখতে চান না ভক্ত-সমর্থকরা। গত বিশ্বকাপের কামড়কা-ের যেন পুণরাবৃত্তি না ঘটান- সে অনুরোধ করলেন সুয়ারজের এক ক্ষুদে ভক্ত। উরুগুয়ে ফুটবল দলের অনুশীলনের পর সুয়ারেজ যখন ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন তখন সেখানে এক ক্ষুদে ভক্ত তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ‘প্লিজ, বিশ্বকাপে এবার আর কামড়াতে যেয়ো না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়