শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৯ জুন, ২০১৮, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০১৮, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কন্যা সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূ হত্যা

মোস্তাফিজার রহমান বাবলু, রংপুর: রংপুরের পীরগাছা উপজেলার পল্লীতে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধারের একদিন পরেই অভিযুক্ত ৯জনের মধ্যে ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, প্রধান আসামী নিহতের স্বামী দসিম মিয়ার পলাতক থাকলেও তাকেও গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সরেশ চন্দ্র।

জানা যায়, বৃহস্পতিবার রাতেই উপজেলার ছাওলা ইউনিয়নের চর শিবদেব গ্রামের একটি পাট ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে স্থানিয় থানায় ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

পরে,ওই মামলার আসামী গৃহবধূর চাচাতো ৩ দেবর কে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, ফরমান আলী, বিপ্লব হোসেন বিটুল ও ফরজ আলী।

এলাকাবাসী জানায়, উপজেলার ছাওলা ইউনিয়নের চর শিবদেব গ্রামের বেলাল মিয়ার ছেলে দসিম মিয়ার সাথে দীর্গ ১০ বছর পূর্বে পাশ্ববর্তী পূর্ব হাগুড়িয়া হাসিম গ্রামের আবু বক্করের মেয়ে আয়শা বেগমে বিয়ে হয়। এরপর থেকে তাদের সংসারে মনোমালিন্য হয়ে আসছিল। ঘটনার দিন গত শুক্রবার স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্বামী দসিম মিয়া ও তার পরিবারের লোকজন স্ত্রী আয়শা বেগমকে হত্যা করে বাড়ি থেকে ৫শ গজ দুরে পাট ক্ষেতে ফেলে রাখে।

হত্যার মূল কারণ হিসেবে এলাকাবাসী মনে করছেন, ওই গৃহবধূ কন্যা সন্তান জন্ম দেওয়ার ৩দিন পর তাকে হত্যা করা হয়েছে। সেই সাথে নবজাতককেও খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে এলাকাবাসী জানান। হত্যার পর,এলাকায় তার নিখোঁজের সংবাদ প্রচার করে। ঘটনার সাতদিন পর বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন পচাঁ দুর্গন্ধ পেয়ে পাট ক্ষেতে ওই গলিত লাশ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। পরে রাতেই পীরগাছা থানা পুলিশ ওই গলিত লাশ, গৃহবধুর ব্যবহৃত জামা-কাপড় ও মোবাইল ফোন উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়