শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৯ জুন, ২০১৮, ১০:১১ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০১৮, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে বিজিবি’র উপর হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় গরু নিলামের সময় সিন্ডিকেটের মাধ্যমে কমদামে গরু না পেয়ে বিজিবি ও কাস্টমস এর উপর হামলার অভিযোগ রৌমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সালুকে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। শনিবার দুপুর দেড়টার দিকে রৌমারী উপজেলার সদর বিজিবি ক্যাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত শুক্রবার রৌমারী উপজেলার সাহেবের আলগা সীমান্তে ২০টি ভারতীয় গরু আটক করে বিজিবি’র সদস্যরা। পরে গরু ২০টি শনিবার দুপুরে রৌমারী সদর বিজিবি ক্যাম্পে নিলামের জন্য তোলা হয়। এসময় রৌমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গরু ২০টি কমদামে নিলামে নিতে একটি সিন্ডিকেটে তৈরি করে।

কিন্তু গরুগুলো সোয়া ৪ লাখ টাকায় অন্য কাউকে নিলামের মাধ্যমে দেয় কাস্টম বিভাগ। এতে ক্ষিপ্ত হয়ে রৌমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম সালু তার দলবল নিয়ে বিজিবি ও কাস্টমস কর্মকর্তাদের উপর হামলা চালায়। এসময় সহকারী কাস্টমস কর্মকর্তা গাজী মোহাম্মদ হোসাইন, ৩৫ রৌমারী সদর বিওপি ক্যাম্প কমান্ডার আব্দুর রাজ্জাক, বিজিবি’র ল্যান্স নায়েক রেজাউল আহত হয়।

ঘটনার পরে রৌমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম সালুকে আটক করে রৌমারী থানায় সোপর্দ করে বিজিবি।

এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিজিবি ও কাস্টম আলাদা আলাদা দুইটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়