শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ জুন, ২০১৮, ০৪:১৫ সকাল
আপডেট : ০৯ জুন, ২০১৮, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বল্পব্যায়ে ভ্রমণের জন্য বিশ্বে বাংলাদেশ প্রথম

আসিফুজ্জামান পৃথিল: বিশ্ববিখ্যাত ভ্রমণ বিষয়ক ব্লগার ড্রিউ বিনস্কি পৃথিবীর সবচাইতে সস্তা ভ্রমণ গন্তব্য হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করেছেন। ভ্রমনের জন্য সবচাইতে সস্তা ১০ দেশ নিয়ে তৈরী ভিডিওতে তিনি এই মন্তব্য করেন।

ড্রিউ বলেন, পৃথিবীতে ব্যয়বহুল দেশ রয়েছে। যেমন নরওয়ে, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য। এবং সস্তা দেশও রয়েছে যেমন এশিয়া ও ল্যাতিন আমিরিকার অধিকাংশ। অনেকেই ব্যয়বহুল দেশগুলোতে ভ্রমণ করতে পছন্দ করেন। আবার সস্তা দেশগুলোতে সফরও আনন্দময় হতে পারে।’

ভ্রমণের জন্য সস্তা দেশগুলো হলো; বাংলাদেশ, ভিয়েতনাম, বলিভিয়া, ইউক্রেন, উজবেকিস্তান, ফিলিপাইন, ভারত, রোমানিয়া, কিরঘিস্তান এবং এল সালভাদর। প্রথমেই ড্রিউ জানান ভ্রমণের জন্য বাংলাদেশ পৃথিবীর সবথেকে সস্তা দেশ। এখানে খরচ প্রায় ভারতের কাছাকাছি। কিন্তু ভারতের মতো বাংলাদেশ জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোতে পর্যটকদের কাছ থেকে কেউ অতিরিক্ত অর্থ আদায় করেনা। রাজধানী ঢাকায় মাত্র ১৫ ডলার খরচ করে কেউ সারাদিনের সব খরচ নির্বাহ করতে পারবে।

ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে সস্তা দেশ। একবাটি ‘ফো’ এখানে মাত্র ১ ডলারে পাওয়া যায়। ২ ডলারে চুল কাটানো যায়। মাত্র ২০ সেন্ট এ ভিয়েতনামে এক গ্লাস আখের রস পাওয়া যায়। এই তালিকায় বাংলাদেশের নিকট প্রতিবেশী ভারতের অবস্থান সপ্তম। ড্রিউ বলেছেন ভারত ১ নম্বরেও থাকতে পারতো। কিন্তু এখানে পর্যটনপ্রিয় এলাকাগুলোতে খরচ আকাশ স্পর্শ করে। যেকোন পর্যটক প্রতিমাসে মাত্র ৫০০ ডলার খরচ করে ৩ মাস ভারতে অবস্থান করতে পারেন। কিন্তু তাকে অবশ্যই পর্যটনপ্রিয় এলাকা থেকে দূরে থাকতে হবে।

এই ভিডিওতে স্পষ্ট হয়ে উঠেছে বিদেশী নাগরিকদের উপর বাংলাদেশের মানুষের সহনশীলতা এবং আন্তরিক অতিথিয়তার বিষয়টি। বিদেশী নাগরিকদের কম জানার সুযোগ নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা কোন অতিরিক্ত অর্থ গ্রহণ করেননা। তাই বাংলাদেশ আর ভারতে প্রায় সমান ব্যয় হবার পরেও এই তালিকায় ভারত রয়েছে সাত নম্বরে, আর বাংলাদেশের অবস্থান প্রথম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়