শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ জুন, ২০১৮, ০৭:০৩ সকাল
আপডেট : ০৮ জুন, ২০১৮, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবার সম্ভাবনা নেই: পাপিয়া

হ্যাপী আক্তার : বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, বর্তমান সরকারের অধীনে যেখানে একটি ইউনিয়ন পরিষদ, একটি ক্লাব, মসজিদ কমিটি এবং একটি স্কুলের গঠন কমিটির নির্বাচন যেখানে নিরপেক্ষ হয় না সেখানে জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবার কোনো সম্ভাবনাই নেই। যে নির্বাচন নিরপেক্ষ হবে না, আমি জেনে শুনে কেন বিষটা পান করবো। আমি নেড়া মাথায় কেন? বেলের আঘাত খেতে যাব।

বেসকারি টেলিভিশন চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় পাপিয়া বলেন, নিরপেক্ষ নির্বাচন বর্তমানে বাংলাদেশে হবার কোনো সম্ভাবনাই নেই। নির্বাচন কমিশন ক্ষমতার উৎস তো নয়ই বরং সরকারের মন মতো আজ্ঞাবহ হয়ে সরকারকে ক্ষমতায় আনার জন্য একটি পাতানো নির্বাচনকে নিয়ে যত রকমের প্রস্তুতি দরকার এবং আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মী হিসেবে প্রমাণ করার প্রচেষ্টায় তিনি লিপ্ত রয়েছেন।

তিনি বলেন, খুলনার যে নির্বাচন সেটা চমৎকারভাবে লম্বা লাইন দিয়ে স্মার্ট কার্ড দেখিয়ে কিভাবে নির্বাচনকে পাতানো করা যায় সেটা বর্তমানে একটি ঐতিহাসিক নজিরবিহীন দৃষ্টান্ত। এরকম পাতানো খেলা নির্বাচনে দেশ এবং জনগণের স্বার্থে বিএনপির নির্বাচনে যাওয়ার প্রয়োজন নাই।

এসময় তিনি আরো বলেন, দেশের জনগণ এবং একজন সচেতন নাগরিক হিসেবে বলতেই হবে বাংলাদেশের মাটিতে নিরপেক্ষ নির্বাচন না হলে কোনো দল ও জনগণ কারোরই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নয়। আজকে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচন কমিশন, বিচার বিভাগ, সংবিধান ও সংসদ থেকে শুরু করে সমস্ত কিছুকে দলীয়করণ করে নাম মাত্র নির্বাচনকে আওয়ামী লীগ অনুমোদন দেবে। আর হাসতে হাসতে এই আমাকে নির্বাচনে যেতে হবে। এই নির্বাচনে আমি কেন? বাংলাদের চামচিকা, চড়ুই পাখি থেকে শুরু করে কেউ এই নির্বাচনে যাবে না।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারত সফর করে এসে বলেছেন, ভারতকে যা দিয়েছি তা ভারত কখনো ভুলতে পারবে না। কি কি ভারতকে তিনি দিয়েছেন তা বাংলাদেশের জনগণের প্রশ্ন। তিনি কী তাহলে ভারতের কাছে বাংলাদেশকে লিখে দিয়েছেন ক্ষমতায় থাকার জন্য। এটি দেশের ১৫ কোটি মানুষের প্রশ্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়