শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ জুন, ২০১৮, ০৮:০৩ সকাল
আপডেট : ০৭ জুন, ২০১৮, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাস্তবে পরিণত হচ্ছে ব্যক্তিগত আকাশযান? (ভিডিও)

বাঁধন : কথিত আছে, ১৯৯০ সালেই মানুষ ধারণা করেছিল, ২০১০ সালের মধ্যেই পৃথিবীর আকাশ ছেয়ে যাবে উড়ন্ত গাড়িতে। ব্যস্ততার মাঝে মাথার ওপর দিয়েই উড়ে যাবে হাজারও গাড়ি। তবে এখন ২০১৮ সাল হলেও এরকম আকাশযান বাণিজ্যিক কোন রুপ নেয়নি ঠিকই, তবে এটি নিয়ে কাজ করছে বহু প্রতিষ্ঠান। এদের মধ্যে রয়েছে উবার, এবিএনবি সহ আরও বহু নামীদামী প্রতিষ্ঠান। তবে তাদের মধ্যে বেশ আলোড়ন জাগিয়েছিল একটি নতুন মার্কিন কোম্পানি।

গত বছরে ফ্লায়ারের টিজার বের হওয়ার পর থেকেই মানুষের মধ্যে একধরণের উৎসাহ দেখা দিয়েছিল। সকলেই প্রশ্ন করেছিল, তাহলে কি অদূর ভবিষ্যতে আমরা সত্যি সত্যি একটি উড়ন্ত যান পাব? এরকম প্রশ্ন করাটাই ছিল স্বাভাবিক। তবে বর্তমান পরিস্থিতি দেখে বলতেই হচ্ছে, এমন একটি ভবিষ্যৎ দূরে নয় যখন সাধারণ মানুষও আকাশে উড়তে পারবে।

এরকম একটি সাশ্রয়ী মূল্যে আকাশযান তৈরি করার লক্ষ্যে বেশকয়েক বছর আগে থেকেই কাজ করে গিয়েছে কিটি হক। গত বছরে তারা এই আকাশযানের একটি টিজারও বের করেছিল। তবে এবারই প্রথম তারা এই আকাশযানটি কাউকে পরীক্ষা করতে দেওয়া হয়েছে। এই পরীক্ষামূলক উড্ডয়নের জন্য সিএনএনের সাংবাদিক র‍্যাচেল ক্রেনকে আহ্বান করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সেবাস্টিয়ান থ্রুন। র‍্যাচেলের এই পরীক্ষামূলক উড্ডয়নের ভিডিও ফেসবুক এবং ইউটিউবে প্রকাশ করা হয়।

সেই ভিডিওতে দেখা যায়, এক সিট বিশিষ্ট অত্যন্ত আকর্ষণীয় একটি আকাশযানে উঠে পড়েন র‍্যাচেল। তার সুরক্ষার জন্য তাকে ৬ মাইলের বেশি গতি অতিক্রম করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। এছাড়াও একটি লেকের সামনে তাকে এই আকাশযান পরীক্ষা করার জন্যে নিয়ে যাওয়া হয়েছিল।

এসময় খুব স্থিরভাবেই উড়তে থাকে এই ফ্লায়ারটি। কোন ঝক্কিঝামেলা ছাড়াই এটি র‍্যাচেলকে মাটিতে নামিয়ে দেয়। এরকম একটি আকাশযানে চড়ার পর র‍্যাচেল জানান, 'আমি এখন ভবিষ্যতের আকাশপথ নিয়ে অনেকটাই উৎসাহী। তবে মূলত যে দুই সমস্যার সমাধান করতে হবে তা হল - প্রথমত এটি প্রতি চার্জে মাত্র ২০ মিনিট চলতে সক্ষম, এবং দ্বিতীয়ত এটিকে চালানোর জন্য মানুষকে প্রশিক্ষণ দিতে হবে। তার সাথে এটিতে মাত্র একজন উঠতে পারবে, যার কারণে অনেকেই এই যানটি কেনা থেকে বিরত থাকবে। তারপর আছে আকাশপথে সুরক্ষার কথা। সব মিলিয়ে অনেক কিছুতে আলোকপাত করতে হবে প্রতিষ্ঠানটিকে। তবে আমি আশাবাদী।'

এই বিষয়ে প্রধান নির্বাহী সেবাস্টিয়ান থ্রুন বলেন, 'আসলে কি, এটি তৈরি করা অত্যন্ত জটিল। এছাড়াও আমরা একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। আমরা প্রাথমিকভাবে এমন কিছু সৃষ্টি করতে চেয়েছি যা সত্যিকার অর্থে সচল। এরপরেই আমরা এটাতে উন্নতিকরণ করবো।'

তার এই রিপোর্টের পর বেশ ইতিবাচক সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি। তবে বাণিজ্যিকভাবে এই ফ্লায়ার তৈরি করতে হলে এটিকে টেক্কা দিতে হবে বিশ্বের অত্যন্ত ক্ষমতাশীল কোম্পানি এবং বেশকিছু কড়া আইনি ব্যবস্থা। যদি তারা চালকের যথেষ্ট সুরক্ষার নিশ্চয়তা দিতে পারে, তাহলেই এটি বাণিজ্যিকভাবে তৈরি করতে পারবে প্রতিষ্ঠানটি। সূত্র : সিএনএন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়