শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৬ জুন, ২০১৮, ০৬:১৬ সকাল
আপডেট : ০৬ জুন, ২০১৮, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঝে পরিষ্কার করলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী!(ভিডিও)

অনলাইল ডেস্ক : নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের হাত থেকে মেঝেতে ছড়িয়ে গেল কফি। রাজনীতিবিদরা কেবল সমস্যা তৈরি করেন, সমাধান করেন না, এমন মতামত অনেকের। কিন্তু নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে সমাধানে বিশ্বাসী। তাই হাত থেকে কাপ পড়ে গিয়ে যখন মেঝেতে কফি ছড়িয়ে পড়ল, তখন তিনি নিজেই মেঝে পরিষ্কার শুরু করলেন। ৫ জুন, মঙ্গলবার এই ঘটনার ভিডিও প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

হাতে এক কাপ কফি আর কিছু কাগজপত্র নিয়ে তড়িঘড়ি পার্লামেন্টের ভেতর দিয়ে হাঁটছিলেন মার্ক রুটে। হঠাৎ তার হাত থেকে কাপটা পড়ে মেঝেতে ছড়িয়ে গেল কফি।

নিঃসন্দেহে অন্য কেউ তা পরিষ্কার করবে তা ভেবে কফি ফেলে রেখেই চলে যেতেন। তা করেননি মার্ক রুটে। সাথে সাথেই তিনি কাপ এবং তার ঢাকনা তুলে ফেলে দেন। এরপর পাশে দাঁড়ানো এক পরিষ্কারকর্মীর হাত থেকে ঘর মোছার লাঠি (মপ) নিয়ে নিজেই কফিটুকু পরিষ্কার করতে শুরু করেন। মার্ক রুটের উদ্দেশ্য ভালো হলেও তিনি আদতে মেঝে পরিষ্কার করতে তেমন পটু নন। ফলে শেষ দিকে পরিষ্কারকর্মীরা তাকে হাতে ধরে দেখিয়ে দেন কী করে মেঝে পরিষ্কার করতে হয়।

এই ভিডিওটি ৪ জুন প্রথম টুইটারে প্রকাশ করেন এক কূটনৈতিক সিস ভ্যান বিক। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। রাজনীতিবিদ হয়েও এমন কাজ করার জন্য মার্ক রুটেকে সাধুবাদ জানান অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়