শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩ জুন, ২০১৮, ০৩:৪৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০১৮, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : ফখরুল

শিমুল মাহমুদ: বর্তমান সরকারের বিচারবহির্ভূত হত্যা একটি ভিন্ন উদ্দেশ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটা স্বাধীন মুক্ত দেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। তার কোন বিচার হবে না। এ অবস্থা হতে দেওয়া যেতে পারে না। এ অবস্থায় আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আমাদেরকে পথে নামতে হবে এবং পথেই এদেরকে পরাজিত করতে হবে।
শনিবার ধানমন্ডিস্থ রংপুর মেডিকেল কলেজ, জাতীয়তাবাদী প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, আমরা দেখছি কক্সবাজারে কমিশনার একরামকে হত্যা করা হয়েছে। সমস্ত মানুষ বলেছে তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাকে হত্যা করা ছিল একটি অন্যায় ব্যাপার। আজ এই অডিও যদি সত্যি হয়ে থাকে তবে এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সরকার জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায়।
তিনি বলেন, এমন একটি বিচারব্যবস্থা আমরা পেয়েছি যেখানে হাইকোর্ট থেকে জামিন দিলেও বন্ধের সুযোগ কাজে লাগিয়ে তার জামিন পাওয়ার অধিকারকে খন্ড করে দেয়া হচ্ছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটক করে রাখা হয়েছে।
মহাসচিব বলেন, আমরা বারবার বলছি এই অবস্থায় চলতে দেওয়া যেতে পারে না। এটা শুধু বিএনপি সমস্যা নয়। এটা শুধু খালেদা জিয়ার একার সমস্যা নয়। এই সমস্যা আছে সমগ্র জাতির। আজকে সমস্ত জাতিকে রুখে দাঁড়াতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হলে অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
সমস্ত রাজনৈতিক দল, পেশাজীবী সকলে ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে এই দানব সরকারকে সরাতে হবে। জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। আজকে সে ঐক্যের সৃষ্টি করে একটা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরাতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সকলের অংশগ্রহণে একটি নির্বাচন করতে হবে। যে নির্বাচনের মধ্যদিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।
  • সর্বশেষ
  • জনপ্রিয়