শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০১ জুন, ২০১৮, ০৬:৩৪ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৮, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরের সাংবাদিকের মাদক বিরোধী স্ট্যাটাসে তোলপাড়!

নিজস্ব প্রতিবেদক: মাদক বিরোধী অভিযানের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পুরস্কার প্রাপ্ত সাংবাদিক মো. কামাল হোসেন তার ফেসবুক একাউন্ট journalist Md Kamal Hossain-এ ‘নাটোর নামের এক মাদক সম্রাজ্যের কাহিনি’ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন। এর আগে পাঠকদের জন্য স্ট্যাটাসটির লেখা হুবহু তুলে ধরা হয়েছিল, স্ট্যাটাসটি নিয়ে নাটোরসহ সারাদেশে তোলপাড় চলছে। কয়েক শতাধিক শেয়ারের পাশাপাশি স্ট্যাটাসের ব্যাপারে অনেকে নানারকম মন্তব্য করেছেন। তার কয়েকটি পাঠকদের জন্য তুলে ধরা হলো:

এর মধ্যে Abul Kalam নামের একজন মন্তব্য করেন,  সুন্দর লিখেছেন । আমি আপনার সাথে একমত । ধন্যবাদ......., Nantu Raj নামের একজন মন্তব্য করেন,  এতো সুন্দর করে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ,,,

Aslam Liton নামের একজন মন্তব্য করেন,   কামাল তুমি সাংবাদিক। তোমার কাছে আমরা তথ্য নির্ভর খবর চাই। তুমি যে ভয়াবহতার কথাউল্লেখ করেছো, নাটোরবাসি হিসেবে কমবেশি আমরা তা জানি। অথচ তোমরা নিউজ করো ভাসা ভাসা.. উপন্যাস গল্পের মত। এতো ভয়াবহতা যখন, তখন নাম-ধাম উল্লেখ করে নিউজ করো... কারা কারা সেই গড ফাদার তাদের নাম প্রকাশ করো...! আমরা উপকৃত হই।

Rafid Nafis নামের একজন মন্তব্য করেন,   ভাই আপনার সাথে একমত,কিন্তুু নাটোর এখনো কিছুটা হলেও শান্তির শহর হিসেবে বিবেচিত হয়,আপনি নাটোর নিয়ে যেমন ভয়াবহ বিশেষণ দিলেন,তাতে অন্য জেলার মানুষ নাটোর নিয়ে খারাপ ধারণা পোষন করবে,নাটোর আমার আপনার প্রানের শহর তাই নাটোরের ঐতিহ্য ধরে রাখা আমার আপনার সবার দায়িত্ব।

তার মন্তব্যের জবাবে Khirul Islam নামের একজন মন্তব্য করেন,   ভাই ঘরের বউ অন্য কারো হাত ধরে চলে গেলে যেমন বলা যায় না। তেমনি নিজ জেলার কথা কি ভাবে বলবে সবাই। চোখ বন্ধ না করে খোলা রাখেন দেখতে পাবেন কি ভয়াবহ অবস্থা।

Nazmul Sheak নামের একজন মন্তব্য করেন,   কামাল ভাই, নাটোর সদর থানার ভাবনী, ছাতনী, ভাটপড়া, লোচনগর। আমার জানা মতে এই ৪টা গ্রামে হাইইস্কুল এর ছেলেদের থেকে শুরু করে ডেলি দিন মুজুর ছোট বড় থেকে শুরু করে প্রাই সবাই ইয়াবার মধ্য জড়িত আছে। আর এরা মাদক সেবন লুকিয়ে করেনা প্রাই প্রকাসেই করে। বড় বড় ডিলার থেকে হাত বদল হয়ে এরাই বেচে আবার এরাই কিনে খাই। সরকার যদি দলিয়ো ভাবে না দেখে এদের কে ধোরে আইনের আয়তাই আনতে ৭ দিন সময় ও লাগবেনা। আর হা যে ভাবে চলছে এই ভাবে চলতে থাকলে আগামি ৫ বছর এর মধ্য এই ৪ টা গ্রাম হয়ে যাবে বাংলাদেশের সব থেকে আতংকিত গ্রাম।  আসা করি কামাল ভাই আপনি আমার কথাটা একটু ভেবে দেখবেন।

Daihan Shike নামের একজন মন্তব্য করেন,   কামাল ভাই আপনার যত গুলো লেখা হয় সেগুলো আমি খুব মনোযোগ সহকারে পড়ি। কারণ আপনার লেখা মানেই অন্যায়ে বিরুদ্ধে লেখা বা প্রতিবাদ জানানো। যদি যধা`যোগ্য কত`পক্ষ এই সমস্ত বিষয়ে পদক্ষেপ গ্রহন করেন তাহলে আমাদের সোনার বাংলাদেশে কোনো অন্যায় অত্যাচার থাকতো না !!!

Moinul Haque  নামের একজন মন্তব্য করেন,  লেখাটা মনোযোগ দিয়ে পড়ে এগুচ্ছিলাম সামনে হয়ত মাদকের দু চারটা গডফাদারদের নাম আসবে, না তা হলনা!

Khirul Islam · নামের একজন মন্তব্য করেন,   সিপিসি-২, নাটোর, র্যাব-৫ রাজশাহী এর কাছে আকুল আবেদন আমাদের নাটোরকে বাচান। নাটোরের যুব সমাজকে বাচান। প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় অভিযান পরিচালনা করুন। প্রয়োজনে সারা দেশে ১১ টা না নাটোরেই ১১ টা ক্রসফায়ার দিন। তবুও নাটোর কে বাঁচান।

Mannaf Hossen  নামের একজন মন্তব্য করেন,   ইনি তো কিছুটা লিখেছে, অনেক বুদ্ধিজীবি আছে যারা এসব ব্যাপারে কথাই বলেনা। কারণ থুতু উপরে ফেললে নিজের গায়ে পড়ে।

Robiul Karim   নামের একজন মন্তব্য করেন, সাহস করে এতটুকু লেখার জন্য ধন্যবাদ।কিছু বুদ্ধিজীবি আছে তারা রব তুলে বিচার বহিঃভুত হত্যা,এ যাবৎ বিচার করে কয়টি অন্যায়ের বিচার পাওয়া গেছে? কাজেই এনকাউন্টার নামে যে ভাবে চলছে তা চলুকনা,শুধু নিরঅপরাধ লোক যেন না পরে। চালিয়ে যান, সবাইকে ধন্যবাদ।

Tayub Ul Hassan  নামের একজন মন্তব্য করেন, নাজমুল শেখের সাথে সহমত পোষন করে একটু বারিয়ে বলছি ছাতনি,ভাবনি, লোচনগড়,ভাটপাড়ার সাথে চন্দ্রকলা, বাংগাবাড়িয়া, বালিয়াডাঙ্গাতেও অবাধে মাদক সেবন ও বেচা কেনা হয়।

Raihan Ali  নামের একজন মন্তব্য করেন, আসুন আমাদের প্রানের শহর নাটোরকে মাদক মুক্ত করতে যার যার অবস্থান থেকে প্রশাসন কে সহায়তা করি।এখনই সময়।

সাকিবুল হাসান সাকিব  নামের একজন মন্তব্য করেন, আমি সনধান দেবো মাদক ব্যাবসাহিদের বলে দেবো নাম। করবেন বিচার এতোটুকুই চাওয়া।

Md Jahangir Alam  নামের একজন মন্তব্য করেন, আপনার সাথে সহমত,,,আপনি আরো লক্ষ্য করলে দেখবেন,,,নাটোর সদর হাঁসপাতাল,জজকোর্ট,পল্লী বিদ্যুৎ অফিসে এই সব নেশাখোর,চাঁদাবাজদের কারনে গ্রাম থেকে আসা সাধারন মানুষগুলো আতংকে থাকে,হয়রানীর স্বীকার হয়।অথচ প্রতিবাদ করতে গেলে দেখা যায়,তাদের পেছনে ক্ষমতাসীন কোন ব্যক্তির মৌন সম্মতি আছে।প্রতিবাদ করতে গেলেই তাদের দুই একজন মদদ দাতা এসে সমাধান দেয় এরকম"এই ভাইকে বেশি জ্বালাবিনা,ভাই আমাদের নিজের দলীয় লোক।আর ভাই ছোট ভাইয়েরা বেকার,রাজনীতি মাজনীতি করে,এদিকে আসলে দুই চার টাকা হাতে দিয়েন,আপনি বড় ভাই বলে দাবী নিয়ে বলছি।এই তোরা বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করবিনা,আমি ভাইকে বলে দিয়েছি আসলেই তোদের হাতে যাই পারুক দিয়ে দিবে।"সেই সমাধান কারীকে কিন্তু কেউ ডাকেনা।সেই সমাধান কারী কিন্তু মহা পরাক্রমশালীর সাথে সাথেই থাকে।।।।।কামাল ভাই, এটাই হলো আমাদের নাটোরের অবস্থা। কাকে কি বলবো? বলতে গেলেই সমস্যা।

নাটোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ  নামের একজন মন্তব্য করেন, নাটোরেও বদি আছে। অনেক দিন যাবত আমি মাদক ও সন্ত্রাস এর বিরুদ্ধে কলম চালিয়ে যাচ্ছি। ইতি মধ্যে কিছু ছিচকে মাদক ব্যাবসায়ী ও সেবনকারীর সাজা হলে আমাকে ফেসবুকে ও প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি প্রদান করে আসছে এমনকি কয়েকদিন পর জামিনে বের হবার পর তাদেরকে আবার কিছু মাদক সেবী ও গুনগ্রাগিরা ফুলের মালা দিয়ে বরণ ও মিষ্টি বিতরন করে উৎসাহিত করছে। এর সাথে সাথে আবার কতিপয় রাজনৈতিক নেতারা এটাকে ষড়যন্র বলে উষ্কে দিচ্ছে। তাহলে আমাদের নাটোরের সমাজ ব্যবস্থার পরিবর্তন কিভাবে আসবে। আসুন আমরা সবাই মাদকে না বলি, মাদক মুক্ত সমাজ গড়তে এই শ্লোগানে আওয়াজ তুলি " চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে "

তিনি আরো মন্তব্য করেন, সাংবাদিক কামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ না দিয়ে নিজেকে শোধরাতে পারছিনা। আপনি একদম নাটোরের নিরীহ সমাজ সচেতন মানুষের প্রানের স্পন্ধনের কথা প্রানবন্ত ভাবে প্রকাশিত করেছেন। এজন্য আপনাকে আবার ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Faruque Hossain Milon  নামের একজন মন্তব্য করেন, ভাই প্রশাসন সবই জানে!এই ডায়লগ গুলো আর দিয়েন না।বরং কীভাবে নাটোর থেকে মাদক নির্মূল করা যায় সেখানকার এমপি সাহেব কে একটু বলুন।

Shimul Parves নামের একজন মন্তব্য করেন, আপনার লিখা ভালো লেগেছে। কিন্তু ভালো লিখলেই হবেনা। আপনি তো জার্নালিষ্ট, আপনি তো মাদক গডফাদার ও তাদের আাস্তানা সম্পর্কে অনেক কিছু জানেন।তো তাদের সম্পর্কে রিপর্ট করে প্রশাসন কে সহজগিতা করুন।

Md Jaynel Ubbdin  নামের একজন মন্তব্য করেন, গোড়া থেকে উপরে ফেলতে হবে এই গড্ ফাদারদের তাহলেই স্যম্ভব এই প্ররিচিতি থেকে নাটোরকে মুক্ত করা।

Shahinul Islam Shahin  নামের একজন মন্তব্য করেন, কলিমদ্দি বাগ, পিতা আখের বাগ, গ্রাম গোটিয়া, পোস্ট বিলদহর, থানা সিংড়া, নাটোর। সে একজন মাদক তৈরিকারক ও মাদক ব্যবসায়ী।

শরীফ উদ্দিন চিশতী  নামের একজন মন্তব্য করেন, কামাল ভাই কথাটা সত্য, কিন্তু বলা কি ম্সকিল কে মোদকের সাথে জরিত? আবার জীবনেরও ভয়।

Ebrahim Khalil  নামের একজন মন্তব্য করেন, এ যেনো বাস্তব চিএের অপরুপ উপস্থাপিত পোষ্ট,আপনাকে ধন্যবাদ জানিয়ে খাটো করছিনা,তবে প্রশাসন এই নাটোরের তথা জেলার মাদক সাম্রাজ্যের মূলউৎপাটন করতে ব্যর্থ হলে প্রমান হবে প্রশাসনই এর মূল হোতা,,

Singer Juwel Haque কথা গুলো একটাও মিথ্যা না মাদক তো গ্রামে বেশি এখন।

MD Sujon  নামের একজন মন্তব্য করেন, প্রসাশনকে সহযোগিতা করুন আপনার এলাকা থেকে মাদক,,জোয়া,,থেকে মুক্ত করার জন্য যা দেখে অন্যরা এগিয়ে আসতে পারে একজন চেয়ারম্যান হিসাবে অন্যর পোষ্ট শেয়ার নয় আপনার সফলতা অন্যরা শেয়ার করবে এই লক্ষে কাজ করুন তাহলে শেখ হাসিনার সপ্ন সফল হবে,,,,,ভুল হলে ক্ষমা করেবেন বাজান,,,,,,
Riaz Rahman  নামের একজন মন্তব্য করেন, আমাদের কাছটিয়া গ্রামে রয়েছে মাদকের কিং

Raihan Firoz Rana  নামের একজন মন্তব্য করেন, আসুন আমরা সকলেই মাদক ব্যাবসাহীদের আইনের হাতে তুলে দেই ,যাতে আর যেনো ইয়াবার নেশায় না মরতে হয়, বাবার হাতে ছেলেকে ছেলের হাতে মাকে শুধু নাটোরকে নয় বঙ্গবন্ধুর শেখ মজিবার রহমানের সোনার বাংলাকে মাদক মুক্ত দেখতে চাই, মেডাম শেখ হাসিনা আপনার কাছে এটাই সাধারণ মানুষের দাবি।

MD Moazzem Hossain নামের একজন মন্তব্য করেন, নাটরের রাজনীতিবিদ, পুলিশ, প্রশাসন,এলাকাবাসী মিলে আপনারা কিছু দিনের মধ্যে জাতিসংঘ থেকে নোবেল পূরুস্কার পাবেন । আপনাদের নাটোরের মত কয়েকটা জেলা থাকলে বাংলাদেশ কিছুদিনের মধ্যে স্বর্গে চলে যাবে । জবাবে Qutubul Alam নামের একজন মন্তব্য করেন, হুম তবে স্বর্গেনয় নরকে।

S M Kamal Hossain  নামের একজন মন্তব্য করেন, আসুন ভাই আমরা সবাই জার জার মত মাদক কের বিরুদ্ধে রুখে দাড়াই, যারা মাদক সেবন করে তারা এই সমাজেরই কারো ভাই কারো চাচা করো বাবা কমাল ভাইকে অনেক ধন্যবাদ তার লিখনীর মাধ্যমে মাদকের বিরুদ্ধে অনেক কিছু বলেছেন।

শুকনো পাতা  নামের একজন মন্তব্য করেন, আমাদের লক্ষীপুর খোলাবাড়ীয়াতেও রয়েছে ..প্রচুর পরিমান মাদক বিক্রেতা।

Habibur Rahman Hrh নামের একজন মন্তব্য করেন, খুব দু:খজনক! আপনার লেখনীর মাধ্যমে এদের মুখোশ খুলে দিয়ে মাদক ব্যবসা চিরতরে নির্মুল করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতার অনুরোধ করছি প্রিয় ভাই।

Md Jabad Hossain নামের একজন মন্তব্য করেন, আপনার পোষ্ট আমার অনেক পছন্দ হয়েছে, কারন আমি নাটোরের সন্তান, দয়ারামপুর,

Md Masud Md Masud  নামের একজন মন্তব্য করেন, সঠিক কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ ভাই, তবে একটি না বললেই নয়, প্রতিটি পরিবারে যদি তাদের সন্তানদের শাসন করে তাহলে অনেকটা লাঘব হবে।

Sumsuzzoha Sumon  নামের একজন মন্তব্য করেন, নাটোরে জেলার যেখানে দেখবেন মাদক সাথে সাথে সেখানেই অ্যাকশন শুরু করুন। অাগে উত্তম-মাধ্যম দিন তারপরে পুলিশে সোপার্দ করুন।
জরুরী প্রয়োজনে ৯৯৯ এ কল করুন।

Bangladeshi Rajkumer  নামের একজন মন্তব্য করেন, নাটোর থেকে দুরে আছি প্রায় 7 বছর, এতোকিছু জানতাম না।চিন্তার বিষয় । আগে দালাল গুলিরে সরাতে পারলে অনেক কিছু বন্ধকরা সম্ভব।

Md Ragib  নামের একজন মন্তব্য করেন, নাটোর আমার প্রানের শহর,অথচ নাটোরের এমন ধরনের কথা শুনে আমি অনেক মর্মাহত হয়েছি,আমার অনুরোধ,বর্তমান নাটোরের প্রান জননেতা শিমুল ভাই যেন এর সুস্ঠ সমাধান করেন।

Ariful Shake  নামের একজন মন্তব্য করেন, মাধনগর 1 নামবারে আছে

Khorshed Alam নামের একজন মন্তব্য করেন, ধন্যবাদ ভাই সুন্দরভাবে মাদক সাম্রাজ্যের বিষয়গুলো তুলে ধরার জন্য। তবে শুধু নাটোর নয় সারা বাংলাদেশের প্রতিটি এলাকা গ্রামে পাড়া মহল্লায় সর্বতোভাবে একই অবস্থা। তাই চল যাই যোদ্ধে! মাদকের বিরুদ্ধে।

Bakkar Bakkar নামের একজন মন্তব্য করেন, বড় ভাই আপনিকে আমি জানিনা তবুও আমি আপনাকে বলবো আপনি নাটোর সহরের শহরতলী এলাকা গুলো ঘুরেন এবং মাদক এর বিষয়ে অবজারবেশন করুন দেখতে পাবেন এবং বুঝতে পারবেন উনার একটা কথা আমি 100% সঠিক বলতে পারি আমার মনে হয় নাটোরে এমন কোন বংশ নাই যে বংশে মাদক আসক্তি মুক্ত সন্তান নাই।

Ramjan Khan  নামের একজন মন্তব্য করেন, নিম্নবিত্ত থেকে এসে হঠাৎ করে মোটরবাইক কিনে চোখের সামনে দিয়ে যারা চলে, তাদের আয় ইনকামের উৎস কি, অনুসন্ধান করলে প্রতি এলাকার গোপন আয়ের তথ্য বেরিয়ে আসবে। দেশ আন্তত পক্ষে কয়েক কোটি লোক মাদকের ব্যবসায় জড়িত। চুনোপুঁটি ধরলে এটার সুফল তেমন একটা পাওয়া যাবে না। ওস্তাদ যারা ব্যবসা নিয়ন্ত্রণ করে যতক্ষণ তাদের না ধরা হবে এর শেষ হবে না। এই মাদকের ব্যবসা তো দুই একদিনে শুরু হয় নি। এটা বিগত বেশ কয়েক বছর যাবত চলছে। চাকুরী, ব্যবসা, বা কাজের ফাঁকে আড়ালে এই ব্যবসা করে অনেকের চেহারাই বদলে গেছে। দীর্ঘদিন যাবত এই মাদকের কাজে সহায়তা করে আসছে কিছু প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর লোক ও। যারা এ সকল চাকুরীতে বহাল থেকে এই কাজ করছে তাদের অনেকেই স্বল্প সময়ে চাকুরী করে গ্রামে গঞ্জে অনেক জমি জমা ক্রয় ও করে এলাকায় আলোচিত। কিন্তু কনো প্রকিয়া নেই বা দেখার কেউ নেই। তাহলে দেশের এই হটাঠ করে আংগুল ফোলাদের জন্য এক সময় সাধারন মানুষ গুলো সমাজে এদের দাপটে চরম অসহায় অবস্থার স্বীকার হবে। দেশে সৎ মানুষ এর অভাব নেই কিন্তু এই শ্রেণির কাছে তারা চরম অসহায়। প্রতিবাদী হওয়ার ও কনো উপায় নেই। তাদের ক্ষমতা ও দাপট অনেক বেশি। কোনো দেশকে যদি ধ্বংস করতে হয় তবে মাদকের ব্যবসা ছড়িয়ে দিতে হবে। আমাদের দেশে মাদকের অবস্থা যে কি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে তা খুবই অবাক করার বিষয়। এই অবস্থার উন্নতি করতে চাইলে এবং দেশের যুব সমাজকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধ্ অভিযান সারাবছর চালাতে হবে।পাশাপাশি সকল স্থানে হঠাৎ করে যারা অনেক টাকার মালিক হয়েছে তাদের আয়ের উৎস গোয়েন্দাগিরির মাধ্যমে বের করতে হবে।

Abul Basar নামের একজন মন্তব্য করেন,  "পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন ।"-----কবি জীবনানন্দের বনলতা সেন কবিতার এই লাইনটি পড়তে পড়তে একটি সুন্দর সাজানো গোছানো নাটোরের কথা আমাদের চোখের সামনে ভেসে ওঠে ।আমি ভারতের মানুষ ।কিন্তু ওপার বাংলার বেশ কিছু জায়গার নাম শুনে শুনে জায়গা গুলো দেখার জন্যে খুব আগ্রহ জাগে ।তারমধ্যে একটি হল নাটোর।সেই নাটোর মাদক দ্রব্যের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে জেনে খুব দুঃখ পেলাম

Quality Foods নামের একজন মন্তব্য করেন,  পুলিশ সব গডফাদারের তথ্য জানে, কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করতে পারে না,তারা সবাই শক্তিশালী রাজনৈতিক সরকারী নেতা,পুলিশ কেবল বাহককে গ্রেফতার করে, পুলিশ মামলা শুধুমাত্র গ্রাহকদের এবং সরবরাহকারী কখনোই গডফাদারকে গ্রেফতার করে না,

Md Jamal  নামের একজন মন্তব্য করেন, আমি নাটোর জেলা সিংড়ার ছেলে, আমি বর্তমানে সৌদিআরব প্রবাসী, কিছু দিন আগে ছুটিতে দেশে গিয়েছিলাম, তো যা দেখলাম এলাকার প্রায় ৬০% ছেলেরা নেশায় আসক্ত হয়েছে, এম কি আমার নিজের ভাই সে নিজেও নেশা করে, সব মুদিখানা দোকানে গাজা, ফেনসিডিল অহরহ বিক্রয় হচ্ছে, যেন দেখার কেউ নাই,, তো আসলে সত্য কথা বলার সৎ সাহস এই এডমিনের আছে ধন্যবাদ আপনাকে

Jhurul Islam  নামের একজন মন্তব্য করেন, ভাই আগদীঘা গ্রামেও ব্যাপক গাঁজা, দেশী মদ ও জুয়ার প্রচলন আছে অনেক দিন থেকে। তাই এই গ্রামকেও হাইলাইট করেন।

S Rayhan Ahmed  নামের একজন মন্তব্য করেন, তবে নাটোরের চেয়ে বেশি লালপুরে।লালপুর মাদকের জন্য অভয়রন্য।কারন নাটোর,বড়াইগ্রাম,সিংড়ার রাজপূতেরা এই থানায় এসে ফেন্সিডিল ইয়াবা সহ নানা নেশা গ্রহন করে।আমি বেলকোনি থেকে শুধু চেয়ে চেয়ে দেখি।কিন্ত কিছুই বলার নেই।এই অভিযানের মধ্যেও চলছে তবে খুব গোপনে।

Shariful Islam  নামের একজন মন্তব্য করেন, আপনি মানতে না পারলেও, এটাই বাস্তবতা । স্থানীয় কোন বন্ধুদের কাছে জিজ্ঞেস করুন, শতভাগ না হোক মাদকের ভয়াবহতার কথা অবশ্যই জানতে পারবেন।

Tarikul Islam Konok  নামের একজন মন্তব্য করেন, নাটোর কে মাদক মুক্ত যারা করবে তারাই এটা সেবন করে

Rajib Ekka Raj নামের একজন মন্তব্য করেন, আমি শুনেছি জুয়াড়িরা বাঁকী জুয়া খেলিয়ে হাল খাতা করে বাকি টাকা তুলতে। জুয়াড়িরা টগবগে দাপটের সাথে চলাচল করে। এদের গ্রেফতার করা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়