শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০১ জুন, ২০১৮, ১১:০২ দুপুর
আপডেট : ০১ জুন, ২০১৮, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অাসামে বাঙালিরা অাজ অসহায়’

বিপ্লব ক‌ুমার পোদ্দার: পৃ‌থিবী‌তে সব‌চে‌য়ে সহ‌জে নির্যাতন করা যায় যে জা‌তি‌কে সে জা‌তি সম্ভবত বাঙালি জা‌তি। বি‌ভিন্ন সম‌য়ে এ জা‌তির উত্থান‌কে খুব সু‌কৌশ‌লে থা‌মি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে। যেমন, বাংলা‌কে ভাগ অথবা বাঙালি কোন নেতার রাজ‌নৈ‌তিক উত্থান‌কে ‌থম‌কে দেয়া, বাধাগ্রস্থ ক‌রা। প্র‌ত্যেক‌টি জা‌তির এক‌টি নিজস্ব সংস্কৃ‌তি থা‌কে। কিন্তু তার ভৌগ‌লিক অবস্থান অথবা জাতীয়তা বি‌ভিন্ন রক‌মের থাক‌তে পা‌রে। যেমন বাংলা‌দে‌শের বাঙালি, ভার‌তের বাঙালি, ব্রি‌টিশ বাঙালি, অা‌মে‌রিকান বাঙালি এরকম অা‌রো বহু উদাহরণ দেয়‌া যা‌বে। অা‌মি য‌দি ভার‌তের দি‌কে তাকাই,তাহ‌লে দেখ‌তে পাই প‌শ্চিমব‌ঙ্গের দীর্ঘতম সম‌য়ের প্রয়াত মুখ্যমন্ত্রী ‌জ্যো‌তি বসু‌কে ভারতের প্রধানমন্ত্রী প‌দে বস‌তে না দেয়া অথবা প্রণব বাবু‌কে প্রধানমন্ত্রী না করা। য‌দি অারও অা‌গের দি‌কে তাকাই, তাহ‌লে দেখা যায়, নেতাজী সুভাষচন্দ্র বসু কং‌গ্রে‌সের সভাপ‌তি নির্বা‌চিত হবার প‌রেও বে‌শি‌দিন সে প‌দে থাক‌তে পা‌রেন‌নি। এস‌বের পেছ‌নে কারন খুঁজ‌তে গে‌লে অা‌মি বিশ্বাস ক‌রি, কেউ দ্বিমত পোষণ কর‌বেন না যে, বাঙালি হবার কার‌ণেই তা‌দের এ ধর‌নের প্র‌তিকূল প‌রি‌বেশ প্র‌তি‌নিয়ত মোকা‌বেলা কর‌তে হতো। ইদা‌নিংকা‌লে অাবার,অাস‌ামে বাঙালিদের উপর এক‌টি নীলনকশার মাধ্য‌মে অত্যাচা‌রের কার‌ণে জা‌তির অগ্রগ‌তি‌কে থা‌মি‌য়ে দেওয়ার অপ‌চেষ্টা চালা‌চ্ছে ভার‌তের বর্তমান ক্ষমতাসীন বি‌জে‌পি।
য‌দিও তা‌দের সামনে থে‌কে অ‌ভি‌যোগ করার মত সু‌যোগ খুব কম থা‌কে। ভার‌তের শাসন ক্ষমতায় যেন বাঙালির অা‌ধিপত্য না থা‌কে, তাই ইদা‌নিংকা‌লে ভার‌তের অাসাম রা‌জ্যে ন্যাশন্যাল রে‌জিষ্ট্রার সি‌টি‌জেনস ( এন অার সি) প্রক‌ল্পের মাধ্য‌মে বাঙালি বিতাড়‌নের এক কুট‌কৌশল তারা চা‌লি‌য়ে যা‌চ্ছে। অর্থাৎ, অাসাম থে‌কে পঞ্চাশ লক্ষা‌ধিক মানুষ‌কে বাংলা‌দে‌শে পাঠা‌নোর চেষ্টা চল‌ছে‌। এই প্র‌চেষ্টার বিরু‌দ্ধে প্র‌তিবাদ অা‌ন্দোল‌নের অন্যতম সংগঠক অধ্য‌াপক প্র‌সেন‌জিৎ বিশ্বাস এবং অাইনী বিষ‌য়ে কলকাতা হাইকো‌র্টের অ্যাড‌ভো‌কেট দেবাশীষ সাহা নিরলস কাজ ক‌রে যা‌চ্ছেন।
এ বিশাল জন‌গো‌ষ্ঠীকে তা‌দের পূর্ব পুরু‌ষের ভিটা ছে‌ড়ে যেমন উৎখা‌তের চক্রান্ত চল‌ছে। অন্য‌দি‌কে স‌ত্যি স‌ত্যি য‌দি রো‌হিঙ্গা‌দের মত হ‌লেও বাংলা‌দে‌শের দি‌কে ঠে‌লে দেয়া হয় ,ত‌বে প‌রি‌স্থি‌তিটা কী দাড়া‌বে ভাবুন তো? বাংলা‌দে‌শের নাগ‌রিক হি‌সে‌বেই ভাবুন।
অাবার মা‌ঝেম‌ধ্যে এ নী‌তির বিরু‌দ্ধে ফু‌ঁসে উঠা বাঙালিকে বিভক্ত করার জন্য হিন্দু-মুস‌লিম দু‌টি 'নাম'ও ব্যাবহার করা হ‌চ্ছে । রবীন্দ্র নজরুল সুকান্ত জসীম এ‌দের যেমন হিন্দু মুসলমান দি‌য়ে ভাগ করা ঠিক হ‌বে না, তেম‌নি ভা‌বে বাংলা ভাষাভা‌ষি মানুষ‌কে হিন্দু মুসলমান নাম দি‌য়ে অত্যাচারী‌দের সু‌যে‌াগ ক‌রে দেওয়ার নামান্তর। এটা নি‌জেরা নি‌জে‌দের ক্ষ‌তি ব‌য়ে অান‌বে বৈ‌কি অার কিছু নয়।
ধর্ম যার যার রাষ্ট্রতো সবার। অা‌মি চাইনা অামা‌দের মানবতা‌বো‌ধের সু‌যো‌গে রো‌হিঙ্গা‌দের ম‌তো ভারত থে‌কে বিতা‌ড়িত বাঙালিদের জন্য অা‌রেকটা ক্যাম্প তৈরির অাবহ সৃ‌ষ্টি হোক। হয়ত অ‌নে‌কের বির‌ক্তিভাব অাস‌তে পা‌রে অামার এ লেখা প‌ড়ে। যে ভার‌তের বিষয় নি‌য়ে অামার কেন এত মাথাব্যাথা। তা‌দের কা‌ছে অা‌মি ক্ষমা চে‌য়ে নি‌য়ে বলব,অা‌মি বাঙালি অা‌মি বাংলা‌দেশী। তাই পৃ‌থিবীর যে‌কোন স্থা‌নের বাঙালির জন্য অামার সহম‌র্মিতা এবং প্র‌তিবাদ থাক‌বে চিরকাল। অার এই প্রেক্ষাপ‌টে বাংলা‌দেশ স‌রকা‌রের প্র‌তি অামার অনু‌রোধ, তারা যেন অাসাম সরকা‌রের এ অ‌নৈ‌তিক অমান‌বিক কর্মকা‌ন্ড ব‌ন্ধে ভারতের কেন্দ্রীয় সরকার ও বিশ্ব নেতৃ‌ত্বের মাধ্য‌মে কুট‌নৈ‌তিকভা‌বে জোরা‌লো প্র‌তিবাদ ক‌রে। একই সা‌থে প‌শ্চিমব‌ঙ্গের মমতা ব‌ন্দ্যোপধ্যা‌য়ের কাছে একজন মানুস হি‌সে‌বে,একজন বাঙালি হি‌সে‌বে বি‌শেষ অনু‌রোধ তি‌নিও যেন, অাসা‌মে বাঙালি নির্যাতন ব‌ন্ধে দ্রুত জোরা‌লো পদ‌ক্ষেপ নেন। কারণ ভারতে অাজ যেকজন বাঙালি ভূমিকা রাখ‌তে পা‌রেন, কোন প‌রিবর্তনে; তার ম‌ধ্যে মমতার নামই থাক‌বে সর্বা‌গ্রে। না হ‌লে হয়ত অদূর ভ‌বিষ্য‌তে বি‌জেপী অত্যন্ত সু‌কৌশ‌লে প‌শ্চিমব‌ঙ্গেও অাসামের ম‌তো এন অার সি তৈরির মাধ্য‌মে এক অস্ব‌স্তিকর ব্যবস্থা তৈরি কর‌বে। এবং রাজ‌নৈ‌তিক ফায়দা লোটার চেষ্টা কর‌বে। বাঙালি ব‌লে, অাবার কখ‌নো হিন্দু বা মুস‌লিম ব‌লে। তাই শুধু মমতা বা বাংলা‌দেশ নয়,পৃ‌থিবী‌তে অবস্থানরত সকল বাঙালির প্র‌তি অামার হৃদয় নিংড়া‌নো ভালবাসা সহ অনু‌রোধ, শুধু ব‌সে থাকা নয়, বাঙালির অ‌স্তিত্ব রক্ষা‌র্থে অাসা‌মের অা‌ন্দোলনরত বাঙালিদের সা‌থে একাত্মতা ঘোষণা করা। একই সা‌থে নিজ নিজ অবস্থান থে‌কে প্র‌তিবাদ দরকার।
বাঙালি মাথানত ক‌রে না। বাঙালি মচকা‌বে না। বাঙালি ফা‌ঁসির ম‌ঞ্চে গি‌য়েও বল‌বে,অা‌মি বাঙালি। তাই এ পরাক্রমশালী জা‌তির বিজয় কেউ কে‌ড়ে নি‌তে পার‌বে না।
‌লেখক- যুক্তরা‌জ্যে কর্মরত অাইনজীবী, সমাজকর্মী।
  • সর্বশেষ
  • জনপ্রিয়